NASA: তারিখ পে তারিখ! মহাশূন্যে এবার মন ভাঙছে সুনীতাদের, আদৌ ফেরা হবে তো!

Dec 21, 2024 | 8:41 PM

সুনীতা ও তাঁর সঙ্গী বুচ - দু'জনের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যথেষ্ট খাবার-দাবার মজুত। সেটা যদি ঠিক বলে ধরেওনি, তাহলেও তো মূল প্রশ্নটার উত্তর মিলছে না। সুনীতাদের ফেরানো যাচ্ছে না কেন?

NASA: তারিখ পে তারিখ! মহাশূন্যে এবার মন ভাঙছে সুনীতাদের, আদৌ ফেরা হবে তো!
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: ১ হাজার ৯৪ মার্কিন ডলার। ভারতীয় টাকায় কমবেশি ১ লক্ষ ৯ হাজার টাকা। ক্রিসমাস বোনাস বাবদ এই টাকা অ্যাকাউন্টে ঢুকল। আর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে খবরটা পৌঁছল। আরও, আরও অপেক্ষা। জানুয়ারিতে ফেরা হচ্ছে না সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীদের। নাসা বলছে, ‘মার্চ মাসের কোনও একটা দিনে সুনীতাদের ফেরানোর চেষ্টা হবে। তবে মার্চে ফেরানো যাবেই, এমন কোনও প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না। সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।’

চলতি বছরের জুন মাসে যে দুই নভোশ্চর মহাকাশে গিয়েছিলেন, যাঁদের আটদিন পরই ফিরে আসার কথা ছিল, তাঁরা আট মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন। সুনীতা উইলিয়ামসের যে ছবি সামনে আসছে, তাতে তাঁকে অসম্ভব রোগা লাগছে। লোকে ছবি দেখে বলছে, এতো শুধু হাড় আর হাড়! শরীরে মাংস কোথায়। এই চেহারার একজন মানুষ কীভাবে সুস্থ থাকতে পারেন? নাসা এসব পাত্তাই দিচ্ছে না। তারা শুরু থেকে একই কথা বলে আসছে। সুনীতা সুস্থই আছেন। এবং অসুস্থতার কোনও লক্ষ্মণ তাঁর নেই।

সুনীতা ও তাঁর সঙ্গী বুচ – দু’জনের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যথেষ্ট খাবার-দাবার মজুত। সেটা যদি ঠিক বলে ধরেওনি, তাহলেও তো মূল প্রশ্নটার উত্তর মিলছে না। সুনীতাদের ফেরানো যাচ্ছে না কেন? এই নিয়ে পরপর চারবার সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন পিছিয়ে দিল নাসা। এতে কি সুনীতা ও বুচের মনের উপর চাপ পড়ছে না? তাঁদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে না? দুনিয়া জুড়ে মনোবিদরা বলছেন, অবশ্যই পড়ছে। যে যতই ট্রেন্ড হন না কেন, মানুষ তো। একটা একটা করে দিন ঠিক হচ্ছে, আর পিছিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বসে থাকা দুজনের উপর চাপ পড়বে না, তা নয়? এখন প্রশ্ন হলো, দুনিয়ার সেরা স্পেস এজেন্সি করছেটা কী? জানুয়ারিতে এলন মাস্কের ক্রিউ ড্রাগন ক্যাপসুলে সুনীতাদের ফেরত আনা হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু সেই মডিউল পুরোপুরি তৈরিই নয়। তাই এখনই সুনীতাদের ফেরা হচ্ছে না। বিকল্প মহাকাশযান পাঠানোর মতো যানও নাসার হাতে নেই। তাই সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেই থাকতে হচ্ছে। এখানেই বড়দিন পালন, নতুন বছরের সেলিব্রেশন, বার্থ ডে সেলিব্রেশন। কিন্তু আর কতদিন? নাসার কাছে উত্তর নেই।

Next Article