নিউইয়র্ক: কম্পিউটারে নিজেদের কাজে ব্যস্ত কর্মীরা। এমনই তথ্য দিচ্ছে সংস্থার নজরদারি ডিভাইস। কিন্তু, কর্মীরাও কম যান না। কাজে ফাঁকি দিতে তাঁরাও অন্য সফটওয়্যার ব্যবহার করলেন। যাতে কাজ না করলেও সংস্থার যেন মনে হয় কম্পিউটারে ব্যস্ত কর্মীরা। এমনই অভিযোগে এক ডজনের বেশি কর্মীকে বরখাস্ত করল আমেরিকার ওয়েলস ফার্গো ব্যাঙ্ক। আমেরিকার তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক ওয়েলস ফার্গো। বরখাস্ত হওয়া কর্মীরা ব্যাঙ্কের সম্পদ ও বিনিয়োগ ম্যানেজমেন্ট ইউনিটে কাজ করতেন। সম্প্রতি এই তথ্য সামনে এনেছে এই ব্যাঙ্ক।
করোনার বাড়বাড়ন্তের সময় কর্মীদের অফিস ও বাড়ি থেকে কাজের ব্যবস্থা করেছিল ব্যাঙ্ক। তবে যেসব কর্মীকে বরখাস্ত করা হয়েছে, তাঁরা ব্যাঙ্কে এসে কাজ করতেন নাকি বাড়ি থেকে কাজ করতেন, তা জানানো হয়নি। তবে ২০২২ সালের প্রথম দিকে আমেরিকার এই ব্যাঙ্ক তাদের বেশিরভাগ কর্মীকে ব্যাঙ্কে এসে কাজে যোগদানের জন্য বলে।
ওয়েল ফার্গোর কর্মীদের বরখাস্তের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে ব্লুমবার্গ। এরপর ব্যাঙ্কের তরফে জানানো হয়, এক ডজনের বেশি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাঙ্কের এক মুখপাত্র জানান, তাঁদের ব্যাঙ্ক কোনও অনৈতিক আচরণ বরদাস্ত করে না। কাজ না করেও কর্মীরা কম্পিউটারে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়। তারপরই ব্যবস্থা নেওয়া হয়। তদন্তের পর কেউ নিজেই পদত্যাগ করেন। আবার কাউকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
২০২০ সালে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাড়ি থেকে কাজের সিদ্ধান্ত নেয় বেশিরভাগ সংস্থা। সেইসময় কর্মীদের উপর নজরদারি চালাতে একাধিক বহুজাতিক সংস্থায় উন্নত প্রযুক্তির যন্ত্র ব্যবহার শুরু করে। এতে কোনও কর্মী কোন ওয়েবসাইট দেখছেন, কী কাজ করছেন, সব রেকর্ড হয়। অন্যদিকে, নজরদারি এড়ানোর প্রযুক্তিও রয়েছে। কোনও কর্মী চাইলে মাউস জিগলার সফটওয়ার ব্যবহার করে সহজেই সংস্থাকে ফাঁকি দিতে পারেন। মাউস জিগলার ব্যবহার করে সহজেই বোঝানো যাবে যে কম্পিউটারে এই মুহূর্তে কাজ হচ্ছে।