জেরুজালেম: সীমান্তে চলছে যুদ্ধ। মুহুর্মুহু রকেট আর যুদ্ধবিমানের শব্দে প্রাণ কাঁপছে ইজরায়েলবাসীর। শহরগুলিতে জনজীবন নিজের ছন্দে চললেও আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায়! তবে সেই যুদ্ধের আবহেও প্রতিদিনের মতো পসরা সাজিয়ে দোকান খুলছেন জেরুজালেমের ব্যবসায়ী খইম। পৃথিবীর অন্যতম পুরনো এই শহরে একটি দোকান চালান বছর ৭০-এর খইম। পসরায় থাকে চকোলেট, চিপস, বার্গার, আইসক্রিম। তবে এই ব্যবসার পাশাপাশি খইমের নেশা হল বলিউড। ভারতীয় ছবির ভক্ত তিনি। দিনে তিন-চার ঘণ্টা কাটিয়ে দেন সিনেমা দেখেই।
বলিউডের সিনেমা দেখতে দেখতে কয়েকটি হিন্দি ও উর্দু শব্দ শিখে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, TV9 বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলতেই পরপর বলে গেলেন বলিউড তারকাদের নাম। প্রতিনিধি ভারতীয় বলে পরিচয় পেতেই খইম বলে ওঠেন, ‘আমি ভারতকে ভালবাসি, ভারতের মানুষকে ভালবাসি।’ আর বলিউডের ছবির কথা উঠতেই বৃদ্ধের মুখে গালভরা হাসি। পরপর বলে গেলেন অক্ষয় কুমার , প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের নাম।
ভারত-প্রীতি তাঁর এতটাই বেশি যে, জেরুজালেমের ওল্ড সিটির বাসিন্দা খইম শিখে নিয়েছেন, ‘শুকরিয়া’, ‘মুবারক’-এর মতো কয়েকটি শব্দ। তবে কখনও ভারতে আসেননি। TV9 বাংলাকে জানান, একবার হলেও ভারত ভ্রমণের ইচ্ছা আছে তাঁর।
হামাস-এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ভারত যে ইজরায়েলের পাশে আছে, সেই বার্তা আগেই দেওয়া হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথাও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই পরিস্থিতিতে ইজরায়েলের মানুষ বিশ্বাস করছেন, ভারত ইজরায়েলের বন্ধু। নরেন্দ্র মোদী ইজরায়েলের পাশে দাঁড়ানোয় সেই বন্ধন আরও মজবুত হয়েছে। খইমও বলেন, ‘ইজরায়েলকে যারা ভালবাসে, তাদের আমি ভালবাসি।’ শুধু খইম নন, ইজরায়েলের একটা বড় অংশের মানুষ বলছেন, ‘আই লাভ ইন্ডিয়া।’