Plane Accident: আকাশ ছোঁয়ার আগের মুহূর্তে ফেটে গেল টায়ার, বিমান দুর্ঘটনায় আহত ১১

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 25, 2023 | 8:59 AM

Passengers injured: উড়ানের ঠিক আগের মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমানটি। আহত হন বিমানের ভিতরে থাকা যাত্রীরা।

Plane Accident: আকাশ ছোঁয়ার আগের মুহূর্তে ফেটে গেল টায়ার, বিমান দুর্ঘটনায় আহত ১১
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি।
Image Credit source: Twitter

Follow Us

হংকং: উড়ান শুরু করার মুহূর্তেই বিপত্তি। রানওয়েতেই ফেটে গেল বিমানের চাকার টায়ার। দুর্ঘটনায় বিমানের কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার। হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথায় প্য়াসিফিক সংস্থার সিএক্স৮৮০ বিমান। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বাতিল  করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হংকং থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিল বিমানটি। বিমানে ১৭ জন ক্রু সদস্য় ও ২৯৩ জন যাত্রী ছিল। কিন্ত উড়ানের ঠিক আগের মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমানটি। আহত হন বিমানের ভিতরে থাকা যাত্রীরা। রানওয়েতেই কোনও রকমে দাঁড় করানো হয় বিমানটিকে। ইমার্জেন্সি এগজিটের নিয়ম মেনে বিমানের পাঁচটি দরজাই খুলে দেওয়া হয়। এসকেপ স্লাইড দিয়ে যাত্রীদের বিমান থেকে নামানো হয়।

যদিও উড়ান সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নজরে আসতেই বিমানের ক্রু উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পিছনের গেট থেকে যাত্রীদের নামানোর সময় কয়েকজন যাত্রী আহত জন। বিমানবন্দর থেকেই আহত ১১ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ৯ জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। উড়ান সংস্থার তরফে তাঁদের চিকিৎসার খরচ বহন করা হবে। বিমান বাতিলের জেরে যাত্রীদের যে সমস্যার মুখে পড়তে হয়েছে, তার জন্য সংস্থার তরফে ক্ষমাও চাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে বিমানের টায়ার ফেটে যায়।

Next Article
Wagner-Belarus Deal: পুতিনের ঘর বাঁচাল ‘বন্ধু’ বেলারুস, বিদ্রোহ থামাতে কী চুক্তি হল ইয়েভগেনির সঙ্গে?
Volodymyr Zelenskyy: ‘ক্রেমলিনের ওই লোকটা নিশ্চয়ই খুব ভয় পেয়েছে’, পুতিনের দুর্দিনের আসল কারণ জানালেন জেলেনস্কি