Ukraine President’s Message: ‘যুদ্ধ থামানোর আলোচনা বড্ড কঠিন…’, হঠাৎ এ কথা কেন বললেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি?

Russia-Ukraine Conflict: রাশিয়া ইউক্রেনের অনুরোধ শুনে যুদ্ধ থামাতে রাজি হবে, এমনটাই আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি। তবে দুই দেশের মধ্যে আলোচনার পথ যে সোজা নয়, তাও তুলে ধরেন তিনি।

Ukraine President's Message: 'যুদ্ধ থামানোর আলোচনা বড্ড কঠিন...', হঠাৎ এ কথা কেন বললেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 6:11 AM

কিয়েভ: একমাস পার হতে চলল যুদ্ধের, এখনও পিছু হটতে নারাজ রাশিয়া (Russia)। অন্যদিকে হাল ছাড়বে না ইউক্রেনও (Ukraine)। এক হাতে যেমন রুশ সেনাকে প্রতিহত করছেন ইউক্রেনীয়রা, তেমনই আবার যুদ্ধ থামানোর জন্য দফায় দফায় রাশিয়ার সঙ্গে বৈঠকেও বসা হচ্ছে। কিন্তু সেই আলোচনা কতটা ফলপ্রসু হচ্ছে? মারিউপোলে বিধ্বংসী হামলা চালানোর পর এই প্রশ্নই উঠছে সে দেশের  বাসিন্দা সহ গোটা বিশ্বের মনেই। এর উত্তরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি (Volodymyr Zelensky) বুধবার বলেন, “রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে কথা বলা কঠিন। কখনও কখনও রীতিমতো জেরাও করা হচ্ছে।”

রাশিয়া ইউক্রেনের অনুরোধ শুনে যুদ্ধ থামাতে রাজি হবে, এমনটাই আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি। তবে দুই দেশের মধ্যে আলোচনার পথ যে সোজা নয়, তাও তুলে ধরেন তিনি। যুদ্ধ থামাতে রাশিয়ার একাধিক শর্ত রাখার প্রসঙ্গ টেনেই এদিন তিনি বলেন, “যুদ্ধ থামানো নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা অত্যন্ত কঠিন হয়ে উঠছে। অনেক সময়ই রীতিমতো জেরা করার ভঙ্গিতে কথা বলা হচ্ছে।”

তবে এখনই নিরাশ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেই জানান জ়েলেনস্কি। তিনি জানান, ধাপে ধাপে আলোচনা এগোচ্ছে। আগামিদিনে দ্রুত যুদ্ধ থামানোর জন্য কোনও সমাধানসূত্র খুঁজে পাওয়া যাবে বলেই আশা করছেন তিনি। সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনার আগ্রহ দেখিয়েছেন তিনি। তবে এখনই প্রেসিডেন্ট স্তরের আলোচনা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে রাশিয়া।

এদিকে, গতকালই মারিউপোলের উপরে বিধ্বংসী হামলা চালায় রাশিয়া। একের পর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা আছড়ে পড়ে ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহরের উপর। হামলার পরই উদ্ধারকার্য শুরু করা হয় ইউক্রেনীয় প্রশাসনের তরফে। প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কিও ভিডিয়ো বার্তায় জানান, বর্তমানে প্রায় এক লক্ষেরও বেশি বাসিন্দা মারিউপোবের আটকে রয়েছে। তাদের কাছে খাবার, জল ও প্রয়োজনীয় ওষুধটুকুও নেই।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : মারিউপোলে চলছিল উদ্ধারাভিযান, ‘সুপার পাওয়ারফুল বোমার’ পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের বন্দর শহর 

আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধের প্রভাব যৌনতায়, হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি!