India’s growth rate: বিশ্বের প্রথম ২০টি দেশের মধ্যে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার সর্বাধিক, বললেন মার্কিন শিল্পপতি

Ray Dalio: নিরপেক্ষতার দিক থেকেও ভারত অন্যতম বলে জানান ডেলিও। ইতিহাস টেনে তিনি জানান, ইতিহাসে যে দেশগুলি নিরপেক্ষ দেশ ছিল তারাই সবক্ষেত্রে সেরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-চিন এবং তার মিত্র রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। ভারতের মতো দেশগুলি এর সুবিধাভোগী হতে চলেছে।

India's growth rate: বিশ্বের প্রথম ২০টি দেশের মধ্যে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার সর্বাধিক, বললেন মার্কিন শিল্পপতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মার্কিন শিল্পপতি রে ডেলিও।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 8:29 PM

লস অ্যাঞ্জেলস: বিশ্ব অর্থনীতিতে প্রথম ২০টি দেশের মধ্যে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার সর্বাধিক। ভারতের বর্তমান অর্থনৈতিক হার বৃদ্ধির প্রেক্ষিতে এমনই জানালেন মার্কিন শিল্পপতি রে ডেলিও (Ray Dalio)। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিনের বিপ্লবের জনক তথা রিপাবলিক অফ চিনের জননেতা ডেং শিয়াওপিংয়ের সঙ্গেও তুলনা করলেন তিনি। লস অ্যাঞ্জেলসে রয়েস হলে অল-ইন সামিট ২০২৩-এ বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন ডেলিও।

১৯৮৪ সালে চিনে যেভাবে অর্থনৈতিক অগ্রগতি শুরু হয়, বর্তমানে ভারতও সেই ছবি প্রতিফলিত হচ্ছে বলে জানান রে ডেলিও। তিনি বলেন, “আমরা ভারতের ১০ বছরের আর্থিক বৃদ্ধির হার অনুমান করছি, যেখানে বিশ্বের শীর্ষ ২০টি দেশও রয়েছে। তাদের মধ্যে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি।” এপ্রসঙ্গে ডেং শিয়াওপিংয়ের তুলনা টেনে রে ডেলিও বলেন, “আমি মনে করি, ১৯৮৪ সালে যখন আমি চিন যেতে শুরু করি, তখন চিন যেখানে ছিল, আজ ভারত সেখানে রয়েছে। সুতরাং আপনি যদি মাথাপিছু আয়ের দিকে তাকান, আমি মনে করি মোদী একজন দেং শিয়াওপিং, যাঁর নেতৃত্বে ব্যাপক সংস্কার, উন্নয়নমূলক সৃজনশীলতা-সহ বিভিন্ন ধরনের উন্নয়ন হয়।”

বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতিতে ওঠা-পড়া চলছে। এপ্রসঙ্গে ভারতকে ‘গুরুত্বপূর্ণ দেশ’ তকমা দিয়ে রে ডেলিও জানান, ভারত যেভাবে এগিয়ে চলেছে, কোনও কিছুই সেই অগ্রগতি থামাতে পারবে না।

অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি নিরপেক্ষতার দিক থেকেও ভারত অন্যতম বলে জানান ডেলিও। ইতিহাস তুলে ধরে তিনি জানান, ইতিহাসে যে দেশগুলি নিরপেক্ষ দেশ ছিল তারাই সবক্ষেত্রে সেরা হয়েছে। বলা যায়, যুদ্ধে বিজয়ী দেশের থেকেও ভাল অবস্থানে নিরপেক্ষ দেশগুলি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র-চিন এবং তার মিত্র রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। সেক্ষেত্রে ভারতের মতো মধ্যবর্তী অবস্থান নেওয়া দেশগুলি এর সুবিধাভোগী হতে চলেছে।