‘খুনি’ পুতিনকে ‘মূল্য চোকাতে হবে’, সতর্কবার্তা বাইডেনের

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: arunava roy

Mar 18, 2021 | 2:05 PM

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)-র এই বয়ানে যে কার্যত ক্ষুব্ধ রাশিয়া, তা উপ-বিদেশমন্ত্রী সার্গেই রেয়াকব(Sergei Ryabkov)-র কথাতেই আন্দাজ করা যায়। তিনি বলেন, "আগামিদিনে রাশিয়া (Russia) ও আমেরিকা(US)-র মধ্যে সম্পর্ক কেমন হবে, তা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই নির্ভর করছে।"

খুনি পুতিনকে মূল্য চোকাতে হবে, সতর্কবার্তা বাইডেনের
কোন পথে এগোবে রাশিয়া-আমেরিকার সম্পর্ক?

Follow Us

ওয়াশিংটন: বিশ্বশক্তি কার দখলে, তা নিয়ে দশকের পর দশক ধরে ঠান্ডা যুদ্ধ চলেছে বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দেশের মধ্যে। তবে আর গোপনে নয়, এ বার সরাসরিই তির বিঁধলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-কে ‘খুনি’ বলে অ্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কিত এই মন্তব্যের প্রেক্ষিতেই নিজেদের রাষ্ট্রদূতকে মস্কো (Moscow)-এ ডেকে পাঠাল রাশিয়া।

একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাইডেনকে প্রশ্ন করা হয়, মার্কিন গোয়েন্দাবাহিনীর রিপোর্টে যে নির্বাচনে কারচুপিতে সাহায্য করার অভিযোগ উঠেছিল পুতিনের বিরুদ্ধে, সেই সম্পর্কে তাঁর কী মত? জবাবে বাইডেন বলেন, “এর মূল্য চোকাতে হবে ওনাকে (ভ্লাদিমির পুতিন)।”

পুতিনের বিরুদ্ধে অ্যালেক্সাই নাভালনি সহ অন্যান্য বিরোধী নেতাদের বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগটি মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাসযোগ্য বলে মনে করেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি উনি খুনি।”

আরও পড়ুন: বাংলাদেশে ৫০০ হিন্দু পরিবারের ওপর মুসলিম দুষ্কৃতিদের হামলা, মন্দির ভাঙচুর

নয়া মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই মার্কিন রাষ্ট্রদূতের নামে শমন জারি করে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে খারাপ না হয়, সেই বিষয়ে সতর্ক করে। রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়ে, “রাশিয়ান রাষ্ট্রদূত অ্যানটোলি অ্যান্টোনভকে ওয়াশিংটন থেকে মস্কোয় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ও সম্পর্ক নিয়ে কোন পথে এগোনো উচিত ও কী করা উচিত, সেই বিষয়ে আলোচনা করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্টের এই বয়ানের পরই রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী সার্গেই রেয়াকব বলেন, “আগামিদিনে রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক কেমন হবে, তা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে।”

এদিকে, রাশিয়ার অবস্থানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রও কড়া নজর রাখছে বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র জেন পেন্সকি। মার্কিন নির্বাচনে রাশিয়ার নাক গলানো, নাভালনির বিষক্রিয়ার ঘটনা, সাইবার হানা ও আফগানিস্থানে মার্কিন সেনাকে বাধা দেওয়ার ঘটনাগুলির প্রেক্ষিতে তিনি বলেন, “রাশিয়ার সমস্যাসৃষ্টিকারী কার্যক্রমের প্রেক্ষিতে তিনি (জো বাইডেন) চুপ থাকবেন না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে প্রথমবার বার্তালাপের সময়ই প্রেসিডেন্ট বাইডেন স্পষ্টভাবে জানিয়েছিলেন যে বেশ কয়েকটি উদ্বেগজনক ঘটনার জবাব দেবে আমেরিকা।”

আরও পড়ুন: বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে চায় চিন, বঙ্গবন্ধুর জন্মদিনে বার্তা জিনপিংয়ের

Next Article