AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Student Visa: এবার ভারতীয় পড়ুয়াদের উপরেও ‘কোপ’ মারলেন ট্রাম্প, বেঁধে দিলেন সময়

Student Visa: আমেরিকাতে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়াদের বসবাসের মেয়াদ নির্দিষ্ট করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে পড়ুয়ারা (এফ ভিসা) এবং এক্সচেঞ্জ (জে ভিসা) পড়ুয়াদের আমেরিকায় থাকার নির্দিষ্ট সময়সীমা নেই। স্টুডেন্ট বা এক্সচেঞ্জ ভিসায় আসা পড়ুয়ারা অনির্দিষ্টকাল আমেরিকায় থেকে যেতে পারেন।

US Student Visa: এবার ভারতীয় পড়ুয়াদের উপরেও 'কোপ' মারলেন ট্রাম্প, বেঁধে দিলেন সময়
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Aug 28, 2025 | 11:13 AM
Share

ওয়াশিংটন: ভিসার বাঁধনী আরও শক্ত হচ্ছে। আমেরিকায় পড়তে যাওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। তবে এবার আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য ভিসার মেয়াদে কড়া নিয়ম আনল ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক পড়ুয়া, কালচারাল এক্সচেঞ্জে আগত অতিথি ও বিদেশি সাংবাদিকদের আমেরিকায় থাকার সময়কাল বেঁধে দিলেন ট্রাম্প। তুলে নেওয়া হচ্ছে ‘ডিউরেশন অব স্টেটাস সিস্টেম’। এর বদলে আসছে ফিক্সড ভিসা মেয়াদ।

আমেরিকাতে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়াদের বসবাসের মেয়াদ নির্দিষ্ট করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে পড়ুয়ারা (এফ ভিসা) এবং এক্সচেঞ্জ (জে ভিসা) পড়ুয়াদের আমেরিকায় থাকার নির্দিষ্ট সময়সীমা নেই। স্টুডেন্ট বা এক্সচেঞ্জ ভিসায় আসা পড়ুয়ারা অনির্দিষ্টকাল আমেরিকায় থেকে যেতে পারেন। মার্কিন প্রশাসনের দাবি, এই নিয়মকে কাজে লাগিয়ে অনেকে আজীবন পড়ুয়া সেজে আমেরিকায় থেকে যাচ্ছেন।

এর জন্যই ভিসায় নতুন নিয়ম আনা হচ্ছে। তাতে বলা হচ্ছে, স্টুডেন্ট ভিসাতে এসে ৪ বছরের বেশি আমেরিকাতে থাকতে পারবেন না কোনও বিদেশি পড়ুয়া। বিদেশি সাংবাদিক, যারা আই ভিসা নিয়ে আসেন, তাদের আমেরিকায় থাকার সময়সীমা ২৪০ দিনে বেঁধে দেওয়া হয়েছে। তবে সাংবাদিকরা চাইলে, এই ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। চিনা সাংবাদিকদের আমেরিকায় থাকার সময়সীমা আরও কম, কঠোর নির্দেশ ৯০ দিনের বেশি থাকতে পারবেন না তারা।

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আমেরিকা সিটিজেনশিপ অ্য়ান্ড ইমিগ্রেশন সার্ভিসে গিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে নয়া আইনের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ভিসার আবেদন করতে গেলেই হোমল্যান্ড সিকিউরিটি তথ্য যাচাইয়ের সুবিধা পাবে।

আমেরিকার যুক্তি, বিদেশি পড়ুয়ারা দীর্ঘ সময় ধরে আমেরিকায় থেকে যাওয়ায় নিরাপত্তায় যেমন ঝুঁকি তৈরি হচ্ছে, তেমন মার্কিন করদাতাদের টাকা ধ্বংস হচ্ছে। বিদেশি পড়ুয়ারা মার্কিন করদাতাদের টাকায় অগাধ সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়। এই নিয়মে ফেডেরাল সরকারের উপরে চাপ কমবে।

এই মুহূর্তে কমপক্ষে ১৬ লক্ষ পড়ুয়া ভিসায় আমেরিকায় বসবাস করেন। ৩ লক্ষ ভারতীয় পড়ুয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করছে। ১৩ হাজার বিদেশি সাংবাদিক রয়েছেন। ট্রাম্পের প্রস্তাবিত আইনের ফলে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন।

প্রসঙ্গত, ২০২০ সালে, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও এই প্রস্তাব এনেছিলেন। কিন্তু ২০২১ সালে জো বাইডেন সরকার এই সিদ্ধান্ত বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে পরামর্শ করে।