Mamata in Spain: মেসি-রোনাল্ডোদের মতো ফুটবলার চান মমতা, বাংলায় একাডেমি খুলবে লা লিগা

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Sep 15, 2023 | 6:16 AM

Mamata meeting with La Liga: কলকাতা থেকে ময়দানের প্রতিনিধিরাও স্পেন সফরে গিয়েছেন মমতার সঙ্গে। কলকাতার তিন প্রথম সারির ক্লাব - মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রতিনিধিরা রয়েছেন মাদ্রিদে। বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের।

Mamata in Spain: মেসি-রোনাল্ডোদের মতো ফুটবলার চান মমতা, বাংলায় একাডেমি খুলবে লা লিগা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: স্পেন সফরে লা লিগা কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুটবলের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় লা লিগা কর্তাদের। বাংলার মানুষের সঙ্গে ফুটবলের আত্মিক টান। কলকাতা থেকে ময়দানের প্রতিনিধিরাও স্পেন সফরে গিয়েছেন মমতার সঙ্গে। কলকাতার তিন প্রথম সারির ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রতিনিধিরা রয়েছেন মাদ্রিদে। বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের।

লা লিগা যাতে পশ্চিমবঙ্গে তাদের একটি ফুটবল একাডেমি তৈরি করে, সেই কথাও এদিন রাজ্যের তরফে বলা হয়। বাংলার আগামী প্রজন্মের খেলোয়াড়রাও যাতে রোনাল্ডো, মেসির মতো ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্যই মমতার এদিনের বৈঠক। বৈঠকে লা লিগার সঙ্গে একটি মৌ চুক্তিও সই হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রেখেছেন লা লিগা কর্তারা। খুব শীঘ্রই বাংলায় একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চলেছে লা লিগা।

স্পেনের মতো বাংলাতেও যে ফুটবল নিয়ে ভীষণ উন্মাদনা রয়েছে, সে কথাও উঠে আসে এদিনের আলাপচারিতায়। বাংলায় ফুটবল অ্যাকাডেমি খোলার জন্য প্রয়োজনীয় জমি পেতেও কোনও সমস্যা হবে না বলে লা লিগা কর্তাদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবল একাডেমি খোলার জন্য যা কিছু প্রয়োজন, সবরকমভাবে সাহায্যের জন্য লা লিগা প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন তিনি। পরিবর্তে তিনি শুধু চান, যাতে বাংলা থেকেও মেসি-রোনাল্ডোদের মতো ফুটবলার তৈরি হয়।

উল্লেখ্য, স্পেন সফরে গিয়ে বাংলার জন্য বিনিয়োগ টানার পাশাপাশি বাংলার ক্রীড়াক্ষেত্রকেও আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের প্রথম সারির ক্লাব ফুটবল লিগগুলির মধ্যে অন্যতম হল লা লিগা। লা লিগা কর্তাদের সঙ্গে এই বৈঠকের জন্য বাংলার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ময়দানের তিন ফুটবল ক্লাবের কর্তাদেরও নিয়ে গিয়েছেন তিনি।

Next Article