TV9 বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জো বাইডেন (Joe Biden)। ২০২১ সালের ২০ জানুয়ারি দায়িত্ব বুঝে নিতে পারেন তিনি। বাইডেনের হাত ধরে কাশ্মীর (Kashmir) ইস্য়ুকে ফের শিরোনামে আনতে পারে পাকিস্তান (Pakistan)। ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রস্তুতিও চলছে। পাকিস্তান চিরকালই কাশ্মীর ইস্যুতে আমেরিকাকে পাশে চেয়েছে। জম্মু-কাশ্মীরের সাংবিধানিক অবস্থান বদলের পর তো একরোখা হয়ে উঠেছে ইসলামাবাদ (Islamabad)।
এ বিষয়ে বাইডেনে যথেষ্টই আস্থা রাখছে তারা। অতীত বলছে, আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক নিয়ে অনেক বেশি অবগত বাইডেন। দীর্ঘদিন সেনেটর ছিলেন তিনি। একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীনও পাকিস্তানের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে পাকিস্তান বাইডেনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘হিলাল-ই-পাকিস্তান’-এ ভূষিত করে। কাশ্মীর (Kashmir) ইস্য়ুতে বাইডেনের ভূমিকা অনেক বেশি তৎপর হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
বাইডেনের অগ্রাধিকারের তালিকায় আপাতত রয়েছে, কোভিড সঙ্কট, জাতিগত বৈষম্য, অর্থনৈতিক সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন। তবে জো বাইডেন ভোটে জেতার পরই শুভেচ্ছা-টুইট করেছেন ইমরান খান। সেখানে আফগানিস্তান ও তার অঞ্চলগুলিতে ‘শান্তি’র জন্য আমেরিকার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশও করেছেন।
Congratulations @JoeBiden & @KamalaHarris. Look forward to President Elect Biden’s Global Summit on Democracy & working with him to end illegal tax havens & stealth of nation’s wealth by corrupt ldrs. We will also continue to work with US for peace in Afghanistan & in the region
— Imran Khan (@ImranKhanPTI) November 7, 2020
৩৭০ ধারা বাতিল পরবর্তী কাশ্মীরে শাট ডাউন, একাধিক নেতৃত্বের গৃহবন্দি থাকার ঘটনায় উষ্মা প্রকাশ করেছিলেন জো বাইডেন, কমলা হ্যারিস। সিএএ, এনআরসির মতো ভারতের (India) অভ্যন্তরীণ বিষয় নিয়েও কড়া মনোভাব পোষণ করেছিলেন বাইডেন। সে সব দিক নজরে রাখলে ভারত, পাকিস্তান দুই দেশের ক্ষেত্রেই নয়া মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা বেশ নজরকাড়া হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন অনেক, তবে উত্তরগুলি এখনই অনুমান করা সহজ নয়।