AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার উৎস খুঁজতে উহানের বিতর্কিত ল্যাবে হু-র প্রতিনিধি দল

বিজ্ঞানীদের একাংশ জানিয়েছিলেন, উহানের সি ফুড মার্কেট থেকে ছড়িয়েছে করোনা। এছাড়াও উঠে এসেছিল উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর তত্ত্ব।

করোনার উৎস খুঁজতে উহানের বিতর্কিত ল্যাবে হু-র প্রতিনিধি দল
চিনে হু-র প্রতিনিধি দল
| Edited By: | Updated on: Feb 03, 2021 | 5:33 PM
Share

উহান: করোনা ভাইরাসের উৎস খুঁজতে চিনে গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিশেষ প্রতিনিধি দল। কিন্তু বেজিংয়ে পৌঁছে করোনাবিধি মেনে ওই বিশেষ দলকে থাকতে হয়েছিল কোয়ারেন্টিনে। এরপর কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তদন্ত শুরু করেছে হু-র দল। বুধবার উহানের বিতর্কিত ল্যাবে পৌঁছল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল।

করোনা ভাইরাসের উৎস সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পৌঁছেছে। হু প্রতিনিধি দলের সদস্য পিটার ডেসজাক সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমরা ল্যাবের বিভিন্ন ব্য়ক্তিদের সঙ্গে কথা বলব। এবং সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাইব।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিনিধি দলে ১০ দেশের বিশেষজ্ঞরা রয়েছেন। তাঁরা চিনের সি-ফুড মার্কেট, হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেছেন।

আমেরিকা বারবার চিনের ঘাড়ে করোনা ছড়ানোর দায় চাপিয়ে এসেছে। পাল্টা আমেরিকাকেই করোনা ছড়ানোর জন্য দায়ী করেছে বেজিং। চিন থেকে করোনা ছড়ানোর প্রসঙ্গে একাধিক তত্ত্ব উঠে এসেছিল। বিজ্ঞানীদের একাংশ জানিয়েছিলেন, উহানের সি ফুড মার্কেট থেকে ছড়িয়েছে করোনা। এ ছাড়াও উঠে এসেছিল উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর তত্ত্ব। তবে কোনও তত্ত্বই ধোপে টিকতে দেয়নি চিনের কমিউনিস্ট পার্টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিনের সুরেই অন্যান্য় দেশকে প্রমাণ ছাড়া বেজিংকে কাঠগড়ায় দাঁড় করাতে নিষেধ করেছিল।

আরও পড়ুন: অ্যামাজনের ‘চিফ এগজ়িকিউটিভ’ পদ থেকে সরে যাচ্ছেন জেফ বেজ়োস

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল যখন চিনে তদন্ত করতে যায়, তখন হু-র দলকে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছিল না জিনপিংয়ের প্রশাসন। এই বিষয়ে হতাশাও প্রকাশ করেছিলেন হু-প্রধান টেডরস আধানম। কিন্তু পরবর্তীকালে চিনে প্রবেশের অনুমতি পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল।