Explained: আলাস্কাতেই কেন ট্রাম্প-পুতিনের বৈঠক?
১৫ অগাস্ট মহা গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের পর পাল্টে যেতে পারে ইউক্রেনের মানচিত্র। কিন্তু এখনও ডাক পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট-ই। ওদিকে আলাস্কাতে সাজ সাজ রব। অথচ, মার্কিন গোয়েন্দারা এখনও নিশ্চিত নন, পুতিন আসবেন কি না! ওদিকে ট্রাম্পের 'এয়ার ফোর্স ওয়ান' আর 'বিস্ট' তৈরি। পিছিয়ে নেই পুতিনও।

১৫ অগাস্ট, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন যখন আলাস্কাতে পৌঁছবেন, নিশ্চয় তাঁর মাথায় ঘুরবে, একদা রাশিয়ার দখলে থাকা এই আলাস্কা-ই আমেরিকাকে বিক্রি করে দেওয়া হয় দুই সেন্ট প্রতি একর দরে। ১৭৪১ থেকে এই এলাকা রাশিয়ার দখলে। কিন্তু এই এলাকায় নাগরিকদের কাছে খাদ্য-সহ রসদ পৌঁছে দেওয়া দুষ্কর ও খরচসাপেক্ষ হয়ে পড়ছিল রুশ সরকারের কাছে। তার উপর মাথার উপরে ক্রিমিয়া যুদ্ধের আর্থিক বোঝা তো ছিলই। সেই ভার লাঘব করতে দরকার ছিল চকচকে মার্কিন ডলার। তাই উত্তর আমেরিকার সবচেয়ে কাছের ভূখণ্ডটি আমেরিকাকেই বিক্রির সিদ্ধান্ত নেয় রুশ সরকার। তবে মার্কিন গৃহযুদ্ধের জন্য সেই প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রুশ মন্ত্রী ব্যারন এডওয়ার্ড ডে স্টকেল আলাস্কাকে বিক্রির পাকা চুক্তি করে ফেলেন। ১৮৬৭-তে রাশিয়ার কাছ থেকে ৫৮৬,৪১২ স্কোয়ার মাইল এলাকা কিনে নেন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ জনসনের সেক্রেটারি অফ স্টেট্ উইলিয়াম সেওয়ার্ড। ১.৫ মিলিয়ন স্কোয়্যার কিলোমিটার জমির দাম দেন ৭.২ মিলিয়ন মার্কিন ডলার। ইতিহাসে এই বিকিকিনি ‘সেওয়ার্ডস ফলি’ বলে বিখ্যাত। ...
