হার মানতে নারাজ ট্রাম্প, ক্যাপিটলে চলল গুলি, রণক্ষেত্র আমেরিকা

সায়নী জোয়ারদার | Edited By: সুমন মহাপাত্র

Jan 07, 2021 | 2:38 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া, “ওয়াশিংটন ডিসির এই হামলা, হিংসা অত্য়ন্ত উদ্বেগের। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হওয়া উচিৎ। গণতান্ত্রিক পদ্ধতিকে এভাবে আটকানো যায় না।”

হার মানতে নারাজ ট্রাম্প, ক্যাপিটলে চলল গুলি, রণক্ষেত্র আমেরিকা
ছবি টুইটার।

Follow Us

ওয়াশিংটন: নভেম্বরেই হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষবেলায় ট্রাম্প সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আমেরিকা। ক্যাপিটল বিল্ডিংয়ে চলল গুলি। ঝরল প্রাণ। বৃহস্পতিবার জয়ের শংসাপত্র হাতে পাবেন সে দেশের নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। সে প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতেই বুধবার কয়েক হাজার ট্রাম্প সমর্থক ক্যাপিটাল বিল্ডিংয়ে ঢুকতে যায়। পুলিস বাধা দিলে তুলকালাম বেধে যায় তাদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া, “ওয়াশিংটন ডিসির এই হামলা, হিংসা অত্য়ন্ত উদ্বেগের। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হওয়া উচিৎ। গণতান্ত্রিক পদ্ধতিকে এভাবে আটকানো যায় না।”

বিক্ষোভকারী এক মহিলার গুলি লাগে। তবে কীভাবে এই মহিলার গুলি লাগল তা এখনও স্পষ্ট নয়। ওয়াশিং ডিসির মেয়র ম্যুরিয়ল বাউজার বুধবার বিকেল ৬টা থেকে কারফিউ জারি করেন। অভিযোগ, বুধবারই একটি জনসভা থেকে ট্রাম্পের হুমকি ছিল, তাঁরা পিছু হঠবে না। একইসঙ্গে ট্রাম্প এদিন টুইটারে এমন একটি পোস্ট করেন যা প্ররোচনামূলক বলেই অভিযোগ। যদিও সেই টুইটটি টুইটার সরিয়ে দিয়েছে।

ঘটনায় উদ্বিগ্ন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন দেশবাসীকে আইন মেনে চলার আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, এটা কোনও প্রতিবাদ নয়। এ ধরনের ঘৃণ্য ঘটনা উগ্রপন্থার পরিচয় দেয়। এটা একটা প্ররোচনা। আমেরিকার ৩০০ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, যেখানে প্রেসিডেন্ট নিজের হার মানতে না পেরে দেশের সংসদে হামলা চালায়।

Next Article