AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2022: কোন খাতে কত বরাদ্দ নির্মলার বাজেটে? দেখে নিন এক নজরে…

Nirmala Sitharaman: বর্তমান করোনা মহামারী পরিস্থিতির মধ্যে এক সাহসী বাজেট  (Union Budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union FM Nirmala Sitharaman)। মন্ত্রীর কথায়, আগামী ২৫ বছরের দিশা দেখাবে এই কেন্দ্রীয় বাজেট।

Budget 2022: কোন খাতে কত বরাদ্দ নির্মলার বাজেটে? দেখে নিন এক নজরে...
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 6:04 PM
Share

নয়া দিল্লি : বর্তমান করোনা মহামারী পরিস্থিতির মধ্যে এক সাহসী বাজেট  (Union Budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union FM Nirmala Sitharaman)। মন্ত্রীর কথায়, আগামী ২৫ বছরের দিশা দেখাবে এই কেন্দ্রীয় বাজেট। আমজনতার একটি বড় অংশের আশা ছিল, আয়করের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে। এই আশা আরও প্রবল হয়েছিল, সামনের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে সেই রাজনৈতিক ফায়দা তোলার কোনও চেষ্টা দেখা যায়নি। বরং, কীভাবে দেশকে আগামী দিনে আর্থিক উন্নতির দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিশাই দেখালেন নির্মলা সীতারমন। বর্তমান মহামারী পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ুয়ারা। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় একগুচ্ছ পদক্ষেপ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Union Budget 2022

কোন খাতে কত বরাদ্দ ?

শিক্ষায় বরাদ্দ বেড়েছে অনেকটা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য শিক্ষা ক্ষেত্রের জন্য বরাদ্দ করেছেন ১ লাখ ৪ হাজার কোটি টাকা। উল্লেখ্য, গত আর্থিক বছরে অর্থাৎ, ২০২১-২২ আর্থিক বছরের জন্য শিক্ষা ক্ষেত্রের জন্য সামগ্রিক আর্থিক বরাদ্দ ছিল ৯৩ হাজার ২২৪ কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে তিনি পঠন পাঠনের উপর ডিজিটাল পদ্ধতির উপর জোর দেওয়ার জন্য একগুচ্ছ পদক্ষেপের কথা বলেছেন। শিক্ষা খাতে বরাদ্দের বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম কারণ হল, ‘সমগ্র শিক্ষা’র জন্য (স্কুল শিক্ষা ক্ষেত্র) নির্ধারিত বাজেটের পরিমাণ অনেকটা বেড়েছে। ২০২১-২২ সালে ৩১ হাজার ৫০ কোটি টাকা থেকে এই স্কুল শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ ২০২২-২৩ আর্থিক বছরে বেড়ে হয়েছে ৩৭ হাজার ৩৮৩ কোটি টাকা।

প্রতিরক্ষা খাতে বরাদ্দ

এই বছর প্রতিরক্ষা মন্ত্রকের জন্য মোট ৫ লাখ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রেও বরাদ্দ অর্থের পরিমাণ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গত বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল ৪ লাখ ৭৮ হাজার কোটি টাকা। সেখান থেকে এই বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৪৭ হাজার কোটি টাকা, যা শতাংশের নিরীখে প্রায় ১০ শতাংশ বেশি। এই বছর, প্রতিরক্ষা মন্ত্রককে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য মূলধনের ক্ষেত্রে ১ লাখ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত বছর এই বরাদ্দ ছিল ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। যা গত বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

রেলের জন্য বরাদ্দ

নরেন্দ্র মোদীর সরকার ২০২২-২৩ আর্থিক বছরে ভারতীয় রেলের জন্য ১ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দের কথা ঘোষণা করেছে। যা ২০২১ সালের বাজেটের সময় ঘোষিত ব্যয়ের তুলনায় প্রায় ২৭.৫ শতাংশ বেশি। সরকার রেলের জন্য গত বছর ১ লাখ ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার মধ্যে ক্যাপিটাল এক্সপেনডিচার ছিল ১ লাখ ৭ হাজার কোটি টাকা।

কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে বরাদ্দ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, কেন্দ্র এবার কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে গম এবং ধান সংগ্রহের জন্য ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা দেবে। কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আরও পড়ুন : Budget 2022 Speech LIVE: ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস, আয়কর কাঠামোতে এল না কোনও পরিবর্তন

সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?