Budget 2022: কমেছে ১০০ দিনের কাজে বরাদ্দ অর্থ, কমানো হয়েছে সারের জন্য ভর্তুকির বরাদ্দও

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 01, 2022 | 6:16 PM

Union Budget 2022: ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বা (MGNREGA)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩ হাজার কোটি টাকা। যা গত বছরের সংশোধিত বাজেট এস্টিমেটের তুলনায় ২৫.৫১ শতাংশ কম।

Budget 2022: কমেছে ১০০ দিনের কাজে বরাদ্দ অর্থ, কমানো হয়েছে সারের জন্য ভর্তুকির বরাদ্দও
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Follow Us

নয়া দিল্লি : মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) পেশ করেছেন। তাতে দেখা গিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বা (MGNREGA)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩ হাজার কোটি টাকা। যা গত বছরের সংশোধিত বাজেট এস্টিমেটের তুলনায় ২৫.৫১ শতাংশ কম। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বছরের বাজেট পেশ করার সময়েও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রামের জন্য ৭৩ হাজার কোটি টাকাই বরাদ্দ করেছিলেন। তবে পরবর্তী সময়ে কাজের জন্য চাহিদা বাড়তে থাকার কারণে, সেই বরাদ্দ টাকার পরিমাণ সংশোধন করে ৯৮ হাজার কোটি টাকা করা হয়েছিল। MGNREGA প্রকল্পটিকে আমাদের কাছে অধিক পরিচিত ১০০ দিনের কাজ হিসেবে। এই প্রকল্পের মাধ্যমে, দেশের গ্রামীণ এলাকাগুলিতে বসবাসকারী পরিবারগুলির জীবন – জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রতি আর্থিক বছরে কমপক্ষে ১০০ দিনের নিশ্চিত মজুরি সহ কর্মসংস্থান দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।

কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ কর্মসংস্থান

সারের ভর্তুকিতেও বরাদ্দ কমেছে

এর পাশাপাশি বিভিন্ন ভর্তুকিগুলির ক্ষেত্রেও বাজেট বরাদ্দ কমেছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে সারের ভর্তুকি। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য সারে ভর্তুকির জন্য বরাদ্দ হয়েছে ১ লাখ ৫ হাজার ২২২ কোটি টাকা। গতবছর সংশোধিত এস্টিমেট অনুযায়ী এই ভর্তুকির জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৪০ হাজার ১২২ কোটি টাকা। যদিও গত বছর বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারমন ৭৯ হাজার ৫৩০ টাকা বরাদ্দ করেছিলেন সারের ভর্তুকির জন্য। একইরকমভাবে খাদ্যের জন্য ভর্তুকিও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য খাদ্যে ভর্তুকির জন্য বরাদ্দ হয়েছে  ২ লাখ ৬ হাজার ৮৩১ কোটি টাকা। গতবছর সংশোধিত এস্টিমেট অনুযায়ী এই ভর্তুকির জন্য বরাদ্দ ছিল ২ লাখ ৮৬ হাজার ৪৬৯ কোটি টাকা। গত বছর বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারমন যে অঙ্কটি বলেছিলেন, সেটিও এবারের তুলনায় বেশি ছিল – ২ লাখ ৪২ হাজার ৮৩৬ কোটি টাকা।

কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্যও কমেছে বরাদ্দ

কর্মসংস্থান ও প্রশিক্ষণের ক্ষেত্রেও বরাদ্দ অর্থের পরিমাণ কমেছে। ২ হাজার ৬৮৮ কোটি টাকা এবারের বাজেটে বরাদ্দ করা হয়েছে কর্মসংস্থান এবং প্রশিক্ষণের জন্য। গত বছর সংশোধিত বাজেট এস্টিমেটে এ ক্ষেত্রে অনেকটাই কমতে দেখা গিয়েছিল – পূর্বের ঘোষিত ৩ হাজার ৪৮২ কোটি টাকা থেকে সংশোধিত হয়ে তা দাঁড়িয়েছিল ২ হাজর ৭৫৩ কোটিতে।

আরও পড়ুন: Budget 2022: ভুল সংশোধন করার জন্য মিলবে ২ বছরের সময়, আয়কর নিয়ে কী কী ঘোষণা হল নির্মলার বাজেটে? 

Next Article