Union Budget 2023: মহিলাদের জন্য নয়া স্কিমের প্রস্তাব বাজেটে, মিলবে সাড়ে ৭ শতাংশ সুদ
Union Budget 2023: বাজেটের শুরুতেই মহিলাদের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী।
নয়া দিল্লি : সাধারণ বাজেটে মহিলাদের জন্য নয়া যোজনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছোট সেভিংস স্কিম হিসেবে ‘মহিলা সম্মান’ যোজনার কথা উল্লেখ করা হয়েছে বাজেটে। এই যোজনায় সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা রাখা যাবে ২ বছরের জন্য। সাড়ে ৭ শতাংশ হারে ফেরত পাওয়া যাবে সেই টাকা। যোজনার নামকরণ করা হয়েছে, ‘মহিলা সম্মান বাচত পত্র।’
একই সঙ্গে সিনিয়র সিটিজেন স্কিম (SCSS) নিয়েও বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ওই স্কিমের জন্য ১৫ লক্ষের টাকার জায়গায় ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে। পোস্টাল মান্থলি ইনকাম স্কিম (POMIS) -এর ক্ষেত্রে বর্তমানে ৯ লক্ষ টাকা জমা রাখা যায়। এবার সাড়ে ৪ লক্ষ টাকা জমা রাখার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।
Mahila Samman Saving certificate for 2 year period upto March 2025. Deposit facility till 2 lakhs in the name of woman/girls at fixed interest rate of 7.5% with partial withdrawal option : FM @nsitharaman @FinMinIndia #AmritKaalBudget #Budget2023 pic.twitter.com/dzDhABLtFe
— All India Radio News (@airnewsalerts) February 1, 2023
এদিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই মহিলাদের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এটাই অমৃতকালের প্রথম বাজেট। এই বাজেটে মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।