SBI on Budget: বাজেট থেকে কী প্রত্যাশা? কর নিয়ে বড় কথা বললেন SBI চেয়ারম্যান

Jun 21, 2024 | 5:26 PM

SBI on Budget: ব্যাঙ্কে কোনও সেভিংস স্কিম থেকে যে আয় হয়, তার ওপর কর ধার্য করা থাকে। ব্যাঙ্ক সেই ইন্টারেস্ট ইনকাম বা সুদের আয় থেকে টাকা কেটে নেয়। সেই করে ছাড় দিলে গ্রাহকরাও উপকৃত হবে বলে উল্লেখ করেছেন দীনেশ খাড়া।

SBI on Budget: বাজেট থেকে কী প্রত্যাশা? কর নিয়ে বড় কথা বললেন SBI চেয়ারম্যান

Follow Us

নয়া দিল্লি: নতুন সরকার গঠনের পর প্রথমবার বাজেটে ঝুলি উজাড় করে দেবে কেন্দ্রীয় সরকার, এমনটাই প্রত্যাশা করছেন অনেকে। এরই মধ্যে কর নিয়ে মুখ খুললেন দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া। করের ক্ষেত্রে সরকার স্বস্তি দিলে ব্যাঙ্কগুলিও লাভবান হবে বলে মনে করছেন তিনি। সঞ্চয় থেকে সুদ হিসেবে যে আয় হয়, তার ওপর ধার্য করে ছাড় দেওয়ার কথাই বলেছেন এসবিআই চেয়ারম্যান।

ব্যাঙ্কে কোনও সেভিংস স্কিম থেকে যে আয় হয়, তার ওপর কর ধার্য করা থাকে। ব্যাঙ্ক সেই ইন্টারেস্ট ইনকাম বা সুদের আয় থেকে টাকা কেটে নেয়। সেই করে ছাড় দিলে গ্রাহকরাও উপকৃত হবে বলে উল্লেখ করেছেন দীনেশ খাড়া। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সুদ থেকে হওয়া আয়ে ছাড় দিলে আমানতকারীর উপকার হবে।”

২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা আগামী জুলাই মাসে। এসবিআই চেয়ারম্যান আশা করছেন, ১৪ থেকে ১৫ শতাংশ লোন গ্রোথ হবে ২০২৪-২৫ অর্থবর্ষে। তিনি জানিয়েছেন জিডিপি গ্রোথের পাশাপাশি ২ থেকে ৩ শতাংশ মূল্যবৃদ্ধি যোগ করে ১৪ শতাংশ হচ্ছে। উল্লেখ্য, গত মাসে স্টেট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে হার বাড়িয়েছে।

Next Article
Budget 2024: শেষ বাজেটে কোন কোন জিনিসের দাম কমিয়েছিল মোদী সরকার
Nirmala Sitharaman: ভারতে ইতিহাসে প্রথমবার… জুলাইতেই রেকর্ড গড়ছেন নির্মলা সীতারামন!