Aadhaar-Mobile Link: এক কোটিরও বেশি মানুষ মোবাইল-আধার লিঙ্ক করে ফেলেছেন! আপনার এখনও হয়নি?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 01, 2023 | 6:30 AM

UIDAI: পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারিতে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার সংখ্যা প্রায় ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Aadhaar-Mobile Link: এক কোটিরও বেশি মানুষ মোবাইল-আধার লিঙ্ক করে ফেলেছেন! আপনার এখনও হয়নি?
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: দেশকে ডিজিটালি আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে। দেশবাসীর আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করানোর কাজ অনেকদিন ধরে চালিয়ে যাচ্ছে কেন্দ্র। অবশেষে তার ফল পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে এক কোটিরও বেশি মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। শুক্রবার এক বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে UIDAI-এর তরফে। বিবৃতিতে জানানো হয়েছে, গতমাসে ১ কোটিরও বেশি মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক হয়েছে। জানুয়ারি মাসে মোবাইলের সঙ্গে আধার লিঙ্কের সংখ্যা ছিল ৫৬ লাখ ৭০ হাজার। অর্থাৎ, এক মাসের মধ্যে প্রায় দ্বিগুণ মানুষ মোবাইলের সঙ্গে নিজেদের আধার নম্বর লিঙ্ক করেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে অনেক দিন ধরেই আধার নম্বরকে মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করার অনুরোধ করে আসা হচ্ছে। পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারিতে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার সংখ্যা প্রায় ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আধারের মাধ্যমে লেনদেনও বেড়েছে

আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করার সংখ্যা যেমন অনেকটা বেড়েছে, এর পাশাপাশি দেশে আধারের মাধ্যমে লেনদেনও বেড়েছে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই আধারের মাধ্যমে ২২৬.২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা জানুয়ারির তুলনায় ১৩ শতাংশ বেশি। জানুয়ারিতে এই লেনদেনের হিসেব ছিল ১৯৯.৬২ কোটি।

আধার অনেক কিছুতেই কাজে লাগে

আজকের দিনে বিভিন্ন ক্ষেত্র আধার কার্ডের প্রয়োজন হয়। বাড়ি কেনা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড তোলা… বিভিন্ন ক্ষেত্রে এই আধার কার্ড লাগে। অনেক সরকারি প্রকল্পের ক্ষেত্রেও আধার কার্ডের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে মোবাইল নম্বর এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার কথা বার বার বলছে কেন্দ্র। সম্প্রতি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা নাগরিকদের কথা মাথায় রেখে আরও কিছুটা বাড়িয়েছে কেন্দ্র।

বাড়িতে বসেই লিঙ্ক করুন আধার-মোবাইল নম্বর

প্রথমে আপনাকে ভারতীয় ডাক পরিষেবার ওয়েবসাইটে যেতে হবে। এর পরে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেলের মতো সমস্ত প্রয়োজনীয় বিবরণ লিখুন। এখন ড্রপ-ডাউন মেনুতে PPB-Aadhaar পরিষেবার অপশনটি বেছে নিন। এর পরে UIDAI-Mobile/Email to Aadhaar লিঙ্কিং/আপডেটে ক্লিক করুন এবং তারপরে আবার আপনার ডেসক্রিপশন লিখুন। এর পর আপনার নম্বরে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর, কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করুন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে।

Next Article