নয়া দিল্লি: হেঁশেলে ফের একটু স্বস্তি। এক ধাক্কায় বেশ কিছুটা কমল রান্নার গ্য়াসের দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৬টাকা কমানো হল। এরফলে ১৯ কেজির সিলিন্ডারের দাম ২০১২ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ১৯৭৬ টাকায় কমে দাঁড়াল। আজ, ১ অগস্ট থেকেই কার্যকরী হচ্ছে এই নতুন দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, গ্রাহকদের স্বস্তি দিতেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমানো হল। এর আগে গত ১ জুলাইও বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমানো হয়েছিল। পরপর দুই মাসে দু’বার রান্নার গ্যাসের দাম কমায় সাধারণ মানুষ বেশ কিছুটা স্বস্তি পাবে বলেই মনে করা হচ্ছে।
প্রত্যেক মাসের শুরুতেই দেশের তৈল উৎপাদক ও পরিশোধক সংস্থাগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম পুনর্বিশ্লেষণ করে এবং সেই মতো দেশে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্য়াসের দাম পরিবর্তিত করে। আজ, ১ অগস্ট ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়, ১৯ কেজির বাণিজ্য়িক এলপিজির দাম সিলিন্ডার পিছু ৩৬ টাকা করে কমানো হচ্ছে। এরফলে ১৯ কেজির রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ২০১২ টাকা ৫০ পয়সা থেকে কমে ১৯৭৬ টাকায় দাঁড়াল।
আজ থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হচ্ছে ১৯৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম ২০৯৫ টাকা ৫০ পয়সা হয়েছে। মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে এবার থেকে খরচ পড়বে ১৯৩৬ টাকা ৫- পয়সা এবং চেন্নাইয়ে এর খরচ পড়বে ২১৪১ টাকা।
উল্লেখ্য়, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি মূলত হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকানেই ব্যবহৃত হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার।
এপ্রিল মাসে শেষবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল। সেই সময় সিলিন্ডার পিছু ১০৫ টাকা দাম বাড়ানো হয়েছিল। গত মাসেই ১৯ কেজির রান্নার গ্যাসের দাম ১৮২ টাকা কমানো হয়েছিল। তার আগে মে ও জুন মাসেও ১৯ কেজির রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৫০ টাকা ও ১৩৫ টাকা কমানো হয়েছিল। পরপর বেশ কয়েকমাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় অনেকটাই স্বস্তি পেয়েছে হোটেল, রেস্তরাঁ, চায়ের দোকান ও ছোটখাটো খাবারের দোকানগুলি। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানা গিয়েছে।