Bangla NewsBusiness 19 kg lpg cylinder gets costlier rs 43 1 october domestic cylinder price unchanged
LPG Cylinder Price Hike: মাসের প্রথম দিনই বাড়ল সিলিন্ডারের দাম, জানুন কত টাকা বাড়ল
সেপ্টেম্বর মাসের শুরুতেই সরকারি তেল কোম্পানিগুলি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছিল। সাবসিডি হীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১ সেপ্টেম্বর ২৫ টাকা বাড়ানো হয়েছিল। দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ৮৮৪.৫০ টাকা। গত মাসের ১৫ দিনের মধ্যেই সাবসিডি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল।