Share Market News, Zensar Technologies: টাকা লাগালেই ‘সোনা’ এই উঠতি কোম্পানির স্টকে, একলাফে ১২ শতাংশ!

Jan 23, 2025 | 7:15 PM

Zensar Technologies: গতকাল জেনসার টেকনোলজিসের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়। আর সেখানে দেখা যাচ্ছে সামান্য বেড়েছে সংস্থার রেভেনিউ ও লভ্যাংশ। যদিও হুড়মুড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম।

Share Market News, Zensar Technologies: টাকা লাগালেই সোনা এই উঠতি কোম্পানির স্টকে, একলাফে ১২ শতাংশ!

Follow Us

এগোচ্ছে সময়। আর তার সঙ্গেই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এর ফলে বাড়ছে এর সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন শেয়ারের দামও। জেনসার টেকনোলজিস এমন একটি শেয়ার। গতকাল জেনসারের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়। আর সেখানে দেখা যাচ্ছে সামান্য বেড়েছে সংস্থার রেভেনিউ ও লভ্যাংশ। যদিও হুড়মুড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম। একই ভাবে বেড়েছে গো ডিজিট জেনারেল ইন্সিওরেন্সের রেভেনিউ ও লভ্যাংশের পরিমাণও।

আজ বাড়ল যারা:

গতকাল তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছে জেনসার টেকনোলজিস ও গো ডিজিট গো ডিজিট জেনারেল ইন্সিওরেন্সের। আর তারপরই আজ সকাল থেকেই হুড়মুড়িয়ে বেড়েছে এই দুই সংস্থার শেয়ারের দাম। প্রায় ১২.২২ শতাংশ বেড়েছে জেনসারের শেয়ারের দাম। ১২.১০ শতাংশ বেড়েছে গো ডিজিটের শেয়ারের দাম। এ ছাড়াও দাম বেড়েছে সিগনিটি টেকনোলজিস, কোফোর্জ লিমিটেড ও জাগসোনপাল ফার্মাসিউটিক্যালসের।

আজ পড়ল যারা:

আজ ২৩ জানুয়ারি নিফটি ৫০ পয়েন্ট বাড়লেও দাম পড়েছে পুরাভাঙ্কারা লিমিটেডের। আজ লোয়ার সার্কিট হিট করেছে এই সংস্থার শেয়ার। এ ছাড়াও আজ পড়েছে ২০ মাইক্রনস লিমিটেড, বিএলবি লিমিটেড, অলডিজি টেক লিমিটেড ও মমতা মেশিনারির শেয়ারের দামও।

বাজারের টুকরো খবর:

  • আজ একাধিক সংস্থার ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে হিন্দুস্থান পেট্রোলিয়াম, ডক্টর রেড্ডিস ল্যাব, গ্রিভস কটন, জি এন্টারটেনমেন্ট, সাইয়েন্ট, টাটা টেলিকমিউনিকেশন (মহারাষ্ট্র), ইউনাইটেড স্পিরিটস, আল্ট্রাটেক সিমেন্টস, ইন্ডাস টাওয়ার্স, আদানি এনার্জি সলিউশনস, আদানি গ্রিন এনার্জি, নিপ্পন ইন্ডিয়া এএমসি, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, কেফিন টেকনোলজিস ও ম্যানকাইন্ড ফার্মা উল্লেখযোগ্য।
  • আগামিকাল বিকাল ৪টে ৫০ মিনিটে আইপিও বিডিং বন্ধ হবে দেন্তা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশন ও রেক্সপো এন্টারপ্রাইজের।
  • আগামিকাল আইপিও লিস্টিং হবে ইএমএ (EMA) পার্টনারসের
  • আগামিকাল ২৪ জানুয়ারি বিডিং শুরু হবে এইচএম ইলেক্টো মেক লিমিটেডের।

*২৩ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Next Article