কলকাতা: বুঝতে হবে কিছু সহজ হিসাব। তাহলেই যেন শেয়ার মার্কেট জলভাত। মিলবে সমীকরণ। পকেটে আসবে বড় লাভ। কিন্তু, হিসাবের গোলকধাঁধায় হারিয়ে গেলেই মুশকিল। মুহূর্তেই উবে যেতে পারে বিনিয়োগ করা অর্থ। যদিও বর্তমানে, বাড়তি উপার্জনের আশায় ব্য়াঙ্ক, পোস্ট অফিস ঘুরে অনেকেই টাকা ঢালছেন শেয়ার মার্কেটে। কিন্তু, জাননে মার্কেটে এমন এক স্টক রয়েছে যা ১০ বছরে প্রায় সাড়ে ৪ হাজার গুণ রিটার্ন দিয়েছে। এক দশকেই ফুলেফেঁপে উঠেছে বিনিয়োগকারীরা।
১০ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখলে তা এখন হয়ে গিয়েছে প্রায় ৪৪ লক্ষ টাকা। কথা হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড (Trident Limited) এর শেয়ার নিয়ে। ১০ বছর আগে সংস্থার প্রতি শেয়ারের দাম ছিল ৭২ পয়সা। যা এখন ছুঁয়ে ফেলেছে ৩৩ টাকার গণ্ডি।
এদিকে পরিসংখ্যানের দিকে তাকালেই দেখা যাবে টেক্সটাইল সেক্টরের এই কোম্পানি বিগত কয়েক বছর ধরেই বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়ে চলেছে। শুধুমাত্র বিগত ৫ বছরে লগ্নিকারীদের ৪৮৯.১৬ শতাংশ রিটার্ন দিয়েছে। তবে দশ বছরে ধারাবাহিকভাবে ভাল রিটার্ন দিলেও গত এক বছর এই সংস্থার শেয়ারের দাম খানিকটা পড়েছে। গত মার্চ মাসের ২৭ তারিখ এই শেয়ারের দাম ছিল ২৫ টাকার আশেপাশে। তবে বিগত একমাসে যদিও এই শেয়ারের দামে উর্ধ্বগতি দেখতে পাওয়া গিয়েছে। গত শুক্রবার মার্কেট বন্ধের সময়ও আগের দিনের তুলনায় শেয়ার প্রতি ৩০ পয়সা লাভ দেখতে পাওয়া গিয়েছে।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।