LIC policy: ১০-১৫ দিনেই ৫০ হাজার বিক্রি হয়েছে LIC-র এই পলিসি, কী আছে তাতে?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 19, 2023 | 12:14 AM

LIC policy: ২০২৩-এর জানুয়ারি থেকেই এই পলিসি শুরু হয়েছে।

LIC policy: ১০-১৫ দিনেই ৫০ হাজার বিক্রি হয়েছে LIC-র এই পলিসি, কী আছে তাতে?
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: শুধুমাত্র রোজগার করলেই চলে না, জীবনে সঞ্চয় কীভাবে করা যায়, সে কথা ভাবাও খুবই গুরুত্বপূর্ণ। আপনিও যদি কোথাও বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে জীবন বীমা নিগমের থেকে সুরক্ষিত জায়গা আর কীই বা হতে পারে। এলআইসি-র বেশ কয়েকটি স্কিম অত্যন্ত জনপ্রিয়। গত ১০-১৫ দিনে এলআইসি-র একটি নতুন পলিসি আকর্ষণ করেছে বহু মানুষকে। একধাক্কায় প্রায় ৫০ হাজার পলিসি করিয়েছে এই সংস্থা। তাই এই ক্ষেত্রে বিনিয়োগ যে বেশ লোভনীয়, তা স্পষ্ট।

জীবন আজাদ প্ল্যান

পলিসির নাম জীবন আজাদ প্ল্যান। যত বছরে প্ল্যানটি ম্যাচিওর হবে, তার থেকে ৮ বছর কম বিনিয়োগ করতে হবে। অর্থাৎ যদি আপনি ১৫ বছরের জন্য এই স্কিম করে থাকেন, তাহলে আপনাকে ৭ বছর প্রিমিয়াম দিতে হবে। আপনি যদি ২০ বছরের জন্য পলিসি করান, তাহলে ১২ বছর বিনিয়ো করতে হবে। ন্যুনত ২ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

কোন বয়সে পলিসি করানো যাবে?

যে কোনও বয়সের ব্যক্তিই এই পলিসি করাতে পারবেন। ৯০ দিন থেকে ৫০ বছর বয়স পর্যন্ত পলিসি করানো যাবে। ন্যুনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২০ বছরে এই পলিসি ম্যাচিওর হবে।

কীভাবে দেবেন প্রিমিয়াম?

প্রতি মাসে, প্রতি তিন মাস অন্তর, ৬ মাস অন্তর বা বছরে একটা সময়েও প্রিমিয়ামের টাকা জমা করতে পারেন আপনি। কার্ডে, অনলাইনে, চেকে বা ইউপিআই-এর মাধ্যমে প্রিমিয়াম দেওয়া যাবে।

কত টাকা বিনিয়োগে কত পাবেন?

আপনি যদি ২৮ বছর বয়সে এই পলিসি করান, বছরে আপনার প্রিমিয়াম যদি হয় ১২ হাজার টাকা করে, ১৮ বছরের পলিসিতে তাহলে আপনি পাবেন ২ লক্ষ টাকা। সুদ পাবেন ৪-৫ শতাংশ হারে।

এলআইসি-র চেয়ারম্য়ান এমআর কুমার জানিয়েছেন, মাত্র ১০-১৫ দিনে ৫০ হাজার পলিসি বিক্রি হয়েছে। ২০২৩-এর জানুয়ারি থেকেই এই পলিসি শুরু হয়েছে।

Next Article