নয়া দিল্লি: জ্বর থেকে মাথা ব্যথা, যন্ত্রণা বা ভোগান্তি কমাতে প্যারাসিটামলই ভরসা। চোখ বুজে এই ওষুধে ভরসা করেন চিকিৎসক থেকে রোগীরা। কিন্তু সেই ওষুধ কি আদৌ সুরক্ষিত? সম্প্রতিই দেশের ওষুধ নিয়ামক সংস্থার গুণমান পরীক্ষায় ডাহা ফেল করল প্যারাসিটামল। আর শুধু প্যারাসিটামলই নয়, প্যান্টোপ্রাজ়ল, বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ মোট ৫২টি ওষুধ গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, প্য়ারাসিটামল, প্যান্টোপ্রাজ়ল ও বিভিন্ন অ্যান্টিবায়োটিক স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা গুণমান পরীক্ষা পাশ করতে পারেনি। এর মধ্যে ২২টি ওষুধ আবার হিমাচল প্রদেশে তৈরি। এছাড়াও জয়পুর, হায়দরাবাদ, গুজরাট, অন্ধ্র প্রদেশ, ইন্দোর সহ একাধিক জায়গা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই ওষুধগুলিও গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। মোট ৫২টি ওষুধ নিয়ে সতর্ক করা হয়েছে।
সূত্রের খবর, নিয়ামক সংস্থার তরফে ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নোটিস পাঠানো হয়েছে। যে ওষুধগুলির নমুনা গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, সেগুলিকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন মাল্টি ভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেটও গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।