AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৬০০ শতাংশ বৃদ্ধি! পুজোর আগেই Zomato, Swiggy-তে অর্ডারের খরচ বাড়ল আরও

Swiggy-Zomato Platform Fee: সামনেই দুর্গাপুজো, দিপাবলীতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিতে অর্ডার বাড়বে বলেই মনে করছে সংস্থাগুলি। আর সেই কারণেই আগে থেকে প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল সংস্থাগুলি। 

৬০০ শতাংশ বৃদ্ধি! পুজোর আগেই Zomato, Swiggy-তে অর্ডারের খরচ বাড়ল আরও
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Sep 05, 2025 | 12:31 PM
Share

নয়া দিল্লি: অনলাইনে খাবার ডেলিভারি অ্যাপে খরচ বাড়ল আরও। উৎসবের মরশুমে ফের একবার প্ল্যাটফর্ম ফি (Platform Fee) বাড়াল সুইগি (Swiggy) ও জ়্যোমাটো (Zomato)। সামনেই দুর্গাপুজো, দিপাবলীতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিতে অর্ডার বাড়বে বলেই মনে করছে সংস্থাগুলি। আর সেই কারণেই আগে থেকে প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল সংস্থাগুলি।

সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি তিন গুণ করে দিয়েছে। এবার প্রতি অর্ডারে জিএসটি সহ ১৫ টাকা করে প্ল্যাটফর্ম ফি দিতে হবে। অন্যদিকে জ়্যোমাটোও তাদের প্ল্যাটফর্ম ফি ২০ শতাংশ বাড়িয়েছে। প্রতি অর্ডারে এবার ১২ টাকা করে প্ল্যাটফর্ম ফি দিতে হবে।

সুইগিতে দৈনিক ২০ লাখ অর্ডার হয়। ফলে শুধুমাত্র প্ল্যাটফর্ম ফি থেকেই সুইগি দিনে ৩ কোটি টাকা আয় করে। জ়্যোমাটোতেও দৈনিক ২৩ থেকে ২৫ লক্ষ অর্ডার হয়। তাদেরও দৈনিক আয় ৩ কোটির কাছাকাছি।

প্রসঙ্গত, বিভিন্ন পণ্যের দাম, ডেলিভারি চার্জ, রেস্তোরাঁ চার্জ, সার্জ, প্য়াকেজিং চার্জ ও জিএসটির পর আলাদাভাবে এই প্ল্যাটফর্ম ফি যোগ করা হয়। পরিষেবা ও লজিস্টিক খরচ বহনের জন্য এবং EBITDA-র মার্জিন বাড়াতে  এই প্ল্যাটফর্ম ফি নেওয়া হয়।

সুইগি, জ়্যোমাটোর মতো প্ল্যাটফর্মগুলি লাগাতার তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে চলছে। ২০২৩ সালের এপ্রিল মাসে সুইগির প্ল্যাটফর্ম ফি ছিল ২ টাকা। ২০২৪ সালের জুলাইতে তা বেড়ে দাঁড়ায় ৬ টাকায়। ২০২৪ সালের অক্টোবর মাসেই তা বেড়ে দাঁড়ায় ১০ টাকায়। বর্তমানে প্ল্যাটফর্ম ফি বেড়ে দাড়িয়েছে ১৪ টাকায়। অর্থাৎ বিগত ২ বছরেই প্ল্যাটফর্ম ফি ৬০০ শতাংশ বেড়েছে।