Isha Ambani Wedding Lehenga: ইশা অম্বানীর বিয়ের লেহেঙ্গার দাম ৯০ কোটি! এর বিশেষত্ব কী জানেন?
Isha Ambani: ২০১৮ সালের ডিসেম্বর মাসে হিরে ব্যবসায়ী আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইশা অম্বানী। তার বিয়ের মোট খরচ ছিল ৭০০ কোটি টাকা। তারকা খচিত ছিল সেই বিয়ে। হলিউড পপ সিঙ্গার বিয়ন্সে থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, অমিতাভ থেকে ঐশ্বর্য্য, সচিন তেন্ডুলকর- সকলেই উপস্থিত ছিলেন ওই বিয়েতে।
মুম্বই: শীঘ্রই গাঁটছড়া বাধতে চলেছেন মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র ছোট ছেলে অনন্ত অম্বানী (Anant Ambani)। ইতিমধ্যেই বাগদান সাড়া হয়ে গিয়েছে। বাল্যবন্ধু রাধিকা মার্চেন্ট(Radhika Marchent)-কে বিয়ে করতে চলেছেন অনন্ত। তাঁদের এই বিয়ের অনুষ্ঠানের দিকে নজর সকলের। কারণ আগে ছেলে আকাশ ও মেয়ে ইশার বিয়েতে যে বৈভব দেখা গিয়েছিল, তাতেই আন্দাজ করা যাচ্ছে এবারের বিয়েতেও খরচের পরিমাণ বিপুল হবে। আর অম্বানী পরিবারের বিয়ের কথা বললেই প্রসঙ্গ উঠে আসে ইশা অম্বানীর (Isha Ambani)। আদরের মেয়ের বিয়েতে ৭০০ কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ অম্বানী। বিয়ের উপহার হিসাবে দিয়েছিলেন ৪৫০ কোটি টাকার বিলাসবহুল বাংলো। ইশা অম্বানী বিয়েতে যে লেহেঙ্গা পরেছিলেন, তার দামই ৯০ কোটি টাকা!
২০১৮ সালের ডিসেম্বর মাসে হিরে ব্যবসায়ী আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইশা অম্বানী। তার বিয়ের মোট খরচ ছিল ৭০০ কোটি টাকা। তারকা খচিত ছিল সেই বিয়ে। হলিউড পপ সিঙ্গার বিয়ন্সে থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, অমিতাভ থেকে ঐশ্বর্য্য, সচিন তেন্ডুলকর- সকলেই উপস্থিত ছিলেন ওই বিয়েতে। তবে বিয়েতে সবথেকে নজর কেড়েছিল ইশা অম্বানীর বিয়ের লেহেঙ্গা। শুধুমাত্র এর অনন্য ডিজাইনের জন্যই নয়, এর দামের জন্যও।
৯০ কোটির লেহেঙ্গা?
আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা এই লেহেঙ্গা ইশা তৈরি করিয়েছিলেন নিজের মা নীতা অম্বানীকে উৎসর্গ করে। ৩৫ বছর আগে নীতা অম্বানী বিয়েতে যে শাড়ি পরেছিলেন, তার কাপড় দিয়েই তৈরি করা হয়েছিল লেহেঙ্গা। এর দাম ছিল ৯০ কোটি টাকা। ধূসর রঙের এই লেহেঙ্গায় ফুলের মোটিফ ছিল। লেহেঙ্গার পাড়ে লাল জারদৌসি ও নকশির কাজ। লেহেঙ্গাতে ছিল দুটি দুপাট্টা বা ওড়না। একটি গাঢ় লাল রঙের, এটি কাঁধে পরেছিলেন ইশা। মাথায় লাগিয়েছিলেন ধূসর রঙের সিকুইনের কাজ করা ওড়না।