7th Pay Commission: আগামী মাসেই বসতে চলেছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন বড় আপডেট

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 21, 2023 | 2:49 PM

7th Pay Commission: খুব শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে সরকার। প্রায় ৪ শতাংশের কাছাকাছি বাড়ানো হতে পারে।

7th Pay Commission: আগামী মাসেই বসতে চলেছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন বড় আপডেট
প্রতীকী চিত্র

Follow Us

খুব শীঘ্রই বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তাঁদের পকেট ফুলে ফেঁপে উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর মাত্র কয়েকদিন পরেই ডিএ (DA) বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়বে। অনুমান করা হচ্ছে হোলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর দিতে পারে সরকার। একই সঙ্গে আগামী মাসের ১ মার্চ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। শিল্প শ্রমিকদের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হতে পারে।

DA বাড়তে পারে ৪ শতাংশ

কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয় মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে। মূল্যবৃদ্ধি যত বাড়বে, ডিএ তত বাড়বে। এটি শিল্প শ্রমিকদের খুচরো মূল্যবৃদ্ধি (CPI-IW)। শিল্প কর্মীদের খুচরা মূল্যবৃদ্ধি বিবেচনা করে, এবার ডিএ ৪.২৩% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৩৮%। ৪ শতাংশ বৃদ্ধির পর তা ৪২ শতাংশে পৌঁছে যাবে।

কতটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?

যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা হয়, তাহলে ৩৮% ডিএ অনুযায়ী, তিনি ৬,৮৪০ টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার ডিএ ৪% বাড়তে পারে। ১৮,০০০ টাকার বেসিক পে এটি ৭২০ টাকা বাড়বে। এইভাবে, ডিএ বৃদ্ধির পরে ১৮,০০০ টাকা বেতনের একজন কর্মচারী ৭,৫৬০ টাকা মহার্ঘ ভাতা পাবেন। অর্থাৎ, তিনি বছরে ৯০,৭২০ টাতা ডিএ পাবেন।

 

Next Article