Aadhaar Card Update: বছর শেষে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, ফ্রি-তে এই কাজ সেরে নিন ঝটপট

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 15, 2024 | 8:31 AM

Aadhaar Card: গ্রাহকরা অনলাইন ও অফলাইন- দুইভাবেই আধার কার্ড আপডেট করতে পারবেন। অনলাইনে আপডেটের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না। তবে অফলাইনে আধারের নথি আপডেট করতে নির্দিষ্ট ফি লাগবে।

Aadhaar Card Update: বছর শেষে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, ফ্রি-তে এই কাজ সেরে নিন ঝটপট
ফাইল চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে বড় আপডেট। বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ। আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে এই তথ্য জানানো হল। শনিবার, ১৪ ডিসেম্বরই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল। কেন্দ্রের তরফে আরও কিছু সময় দেওয়া হল আধার কার্ড আপডেটের জন্য।

ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত আধার কার্ড আপডেটের মেয়াদ বাড়ানো হচ্ছে। এতে কোটি কোটি সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই জানানো হয়েছে। গ্রাহকরা অনলাইন ও অফলাইন- দুইভাবেই আধার কার্ড আপডেট করতে পারবেন। অনলাইনে আপডেটের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না। তবে অফলাইনে আধারের নথি আপডেট করতে নির্দিষ্ট ফি লাগবে।

প্রসঙ্গত, বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ ২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত ধার্য করা হয়েছিল। পরে তা দুই ধাপে বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর ও ১৪ ডিসেম্বর করা হয়। এবার মেয়াদ শেষ হওয়ার পর বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় আরও ৬ মাস বাড়িয়ে, ১৪ জুন ধার্য করা হল।

কীভাবে অনলাইনে নিখরচায় আধার কার্ড আপডেট করবেন?

  • প্রথমেই ইউআইডিএআই (UIDAI)-র ওয়েবসাইটে যান।
  • এরপর আধার নম্বর, ক্যাপচা ও ওটিপি দিয়ে লগ ইন করুন।
  • এবাপ ডকুমেন্ট আপডেট সেকশনে যান।
  • সেখানে কোন তথ্য (নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা) আপডেট করতে চান, তা সিলেক্ট করুন এবং আসল ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করুন।
  • সাবমিট করলেই, কয়েকদিনের মধ্যে আধার কার্ডে তথ্য আপডেট হয়ে যাবে।

Next Article