নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে বড় আপডেট। বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ। আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে এই তথ্য জানানো হল। শনিবার, ১৪ ডিসেম্বরই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল। কেন্দ্রের তরফে আরও কিছু সময় দেওয়া হল আধার কার্ড আপডেটের জন্য।
ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত আধার কার্ড আপডেটের মেয়াদ বাড়ানো হচ্ছে। এতে কোটি কোটি সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই জানানো হয়েছে। গ্রাহকরা অনলাইন ও অফলাইন- দুইভাবেই আধার কার্ড আপডেট করতে পারবেন। অনলাইনে আপডেটের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না। তবে অফলাইনে আধারের নথি আপডেট করতে নির্দিষ্ট ফি লাগবে।
প্রসঙ্গত, বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ ২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত ধার্য করা হয়েছিল। পরে তা দুই ধাপে বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর ও ১৪ ডিসেম্বর করা হয়। এবার মেয়াদ শেষ হওয়ার পর বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় আরও ৬ মাস বাড়িয়ে, ১৪ জুন ধার্য করা হল।