Aadhaar card verification: এবার পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশন, নিয়মে বদল আনছে সরকার

Sukla Bhattacharjee |

Dec 22, 2023 | 9:32 AM

Aadhaar card verification rules: আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার কর্মকর্তাদের নিয়োগ করবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা এবং মহকুমা স্তরে নোডাল অফিসার হিসাবে রাজ্য সরকার কর্তৃক মনোনীত হবেন। আধার কার্ড যাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রও করা হবে।

Aadhaar card verification: এবার পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশন, নিয়মে বদল আনছে সরকার
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: বয়স ১৮ বছর হয়ে গিয়েছে? প্রথমবার আধার কার্ড তৈরি করার কথা ভাবছেন? এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়া কিছুটা জটিল হতে চলেছে। এবার পাসপোর্টের মতো কড়া যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। তথ্য অনুযায়ী, আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার। এই নিয়ম অনুযায়ী, এবার আধার কার্ড তৈরির সময় যাচাইকরণ প্রক্রিয়া UIDAI নয়, রাজ্য সরকার করবে।

 

 

নিয়ম পরিবর্তন করা হবে

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক সরকারি আধিকারিক বলেছেন যে আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার কর্মকর্তাদের নিয়োগ করবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা এবং মহকুমা স্তরে নোডাল অফিসার হিসাবে রাজ্য সরকার কর্তৃক মনোনীত হবেন। আধার কার্ড যাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রও করা হবে। ১৮ বছর বয়সের পরে যাঁরা প্রথমবার তাঁদের আধার কার্ড তৈরি করবেন, তাঁদের ওই মনোনীত কেন্দ্রগুলিতে যেতে হবে। তাঁদের নথিগুলি UIDAI পরিষেবা পোর্টালের মাধ্যমে যাচাইয়ের আগে নোডাল অফিসারেরা পরীক্ষা করে দেখবেন।

আধার কতদিনে পাওয়া যাবে?

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট UIDAI পোর্টালের মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশন চেক করবেন। আবেদনের ১৮০ দিনের মধ্যে যাচাই করে আধার কার্ডের অনুমোদন দেওয়া হবে।

UIDAI-এর লখনউ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার সিং জানান, সম্প্রতি জারি করা নির্দেশিকাগুলি ১৮ বছর বা তার বেশি বয়সের লোকদের জন্য কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, আধার কার্ড ইস্যু করার পরেও প্রয়োজনে সেটি আপডেট করা যেতে পারে।

Next Article