নয়াদিল্লি: সরকারি বরাত পাওয়া নিয়ে দেশ নয়, সরাসরি বিদেশের বিচারালয়ে বিপদে পড়েছেন গৌতম আদানি। মার্কিন মুলুকের আদালতে তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরয়ানাও। এবার সেই আদানি ঘুষকাণ্ড নিয়ে সরব ট্রাম্পের দলের সাংসদ। আমেরিকার বুকে দাঁড়িয়ে ভারতীয় ধনকুবেরকে কার্যত সমর্থন জুগিয়েছেন তিনি, দাবি একাংশের।
ঘটনাটা ঠিক কী?
আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে চলা তদন্তকে রীতিমতো প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন রিপাবলিকান নেতা ল্যান্স গুডেন। আদানি ঘুষকাণ্ডে সরাসরি প্রশ্ন ছুঁড়েছেন বাইডেনের প্রশাসনের দিকে। এদিন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্য়ান্ডকে একটি চিঠি পাঠান লান্স। তাতে তিনি প্রশ্ন করেন, ‘যদি ভারত আদানির প্রত্যাপর্ণের আবেদন খারিজ করে, তবে সেক্ষেত্রে কী পদক্ষেপ নেবে আমেরিকা?’
পাশাপাশি, ঘুষকাণ্ডের অভিযোগের ঘটনায় জর্জ সোরোসের যোগেরও ইঙ্গিত দেন তিনি। এছাড়াও লান্সের দাবি, ‘বিচার বিভাগ যেভাবে বেছে বেছে বিশ্বের অন্যতম ব্যক্তিত্বদের বিরুদ্ধে অভিযোগ আনছে, তা ভারত-সহ অন্যান্য মিত্র দেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে ভাঙন ধরাতে পারে। যা অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলতে সক্ষম।’
আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। তার আগেই বাইডেনের প্রশাসনের দিকে আঙুল তুলে কার্যত আদানির পাশেই দাঁড়াল ট্রাম্পের দলের নির্বাচিত সদস্য, দাবি ওয়াকিবহাল মহলের। দেশের মাটিতে নানা ভাবে সমর্থন পেলেও প্রথম দফায় মার্কিন মুলুকে গৌতম আদানি ও তাঁর ভাইপো ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। অবশেষে নতুন সরকার গঠনের আগেই রিপাবলিকান নেতার সুর চড়ানো যে আদানির পায়েই মাটি জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।