নয়াদিল্লি: মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে আদানি। আর তারপরেই শুরু পতন। এক ধাক্কায় পড়ে গেল শেয়ারের দাম। কমে গিয়েছে বিনিয়োগ। প্র্রাণ যাওয়ার মতো অবস্থা আদানি উইলমারের শেয়ারের।
ঘটনাটা ঠিক কী?
সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনেও ধুঁকছিল শেয়ার বাজার। তবে সেই রক্তবন্যার মধ্যে দিয়ে মুনাফা তুলে বেরিয়ে গিয়েছে তথ্য প্রযুক্তি সেক্টরের শেয়ারগুলি। বিশেষ করে নজরে পড়েছে টাটা সংস্থার শেয়ার TCS এর। মার্কেট খুলতেই এক লাফে ৫ শতাংশ দর বেড়েছে এই শেয়ারের।
কিন্তু কথায় যে বলে, ‘কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ’। শেয়ার বাজারের ক্ষেত্রে যেন বজায় রয়েছে এই অকাঠ্য সত্য। TCS এর দাম বাড়ায় যখন একদিকে আনন্দে মেতেছে সেই সংস্থার শেয়ারে বিনিয়োগকারীরা। অন্য দিকে, কান্না জুড়ে বসেছেন আদানি উইলমারের বিনিয়োগকারীরা।
কী এমন ঘটল?
উইলমারের সঙ্গে যৌথ অংশীদারিত্ব থেকে গৌতম আদানির সংস্থা বেরিয়ে আসতেই খাঁড়া ঝুলেছিল আদানি উইলমার সংস্থার শেয়ারের মাথায়। আপাতত সেই খাঁড়া এবার মাথায় পড়েছে বলে মত, শেয়ার বাজার বিশেষজ্ঞদের। এদিন মার্কেট খুলতেই এক ধাক্কায় ১০ শতাংশ দাম পড়ে গেল আদানি উইলমার শেয়ারের। ৩২৪ টাকা থেকে পড়ে ২৯১ টাকায় থামল আদানি উইলমারের পতন।
পতনের নেপথ্যে কোন কারণ?
সিঙ্গাপুরের উইলমার সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্বে স্বল্পমেয়াদি ভোগ্য়পণ্যের ব্যবসা চালাত আদানি। বর্ষবরণের সময়েই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সেই ব্যবসা থেকে বেরিয়ে আসে গৌতম আদানির সংস্থা আদানি এন্টারপ্রাইজ। নিজেদের ৪৪ শতাংশ অংশীদারি বিক্রির সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা। আর তারপরেই সপ্তাহ কাটতে না কাটতেই এই বিপত্তি।