রান্নার পোড়া তেলেই এবার উড়বে Aeroplane, Indian Oil-এর বিরাট পদক্ষেপ!
Indian Oil: রান্নার পোড়া তেল সংগ্রহ করেই সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল বা বিমান পরিবহণের প্রয়োজনীয় তেল তৈরি করবে ইন্ডিয়ান অয়েল।

দেশের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল সহ একাধিক জায়গা থেকে রান্নার পোড়া তেল এবার সংগ্রহ করবে ইন্ডিয়ান অয়েল। বড় বড় রেস্তোরাঁ, হোটেল বা ধাবায় সারা দিনের রান্নার পর অনেক ব্যবহৃত তেল পড়ে থাকে। আর এই তেল সংগ্রহ করেই সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল বা বিমান পরিবহণের প্রয়োজনীয় তেল তৈরি করবে ইন্ডিয়ান অয়েল।
এমনিই দেশে পেট্রোলিয়াম অয়েলের আমদানি কমাতে পেট্রোলে ২০ শতাংশ পর্যন্ত ইথানল ব্লেন্ডিং শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আর এবার একই পদ্ধতি ব্যবহার করে বিমানের জ্বালানি হিসাবে ব্যবহৃত তেলের আমদানিও কমাতে চাইছে নয়া দিল্লি। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে এই ধরণের জ্বালানির মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোই লক্ষ্য।
জানা গিয়েছে হরিয়ানার পানিপথ রিফাইনারিতে পুরনো রান্নার তেল থেকে সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরি করছে ইন্ডিয়ান অয়েল। ইতিমধ্যেই এই তেল ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজ়েশন বা ICAO থেকে International Sustainability and Carbon Certification পেয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান।
সাধারণত বিমানের জ্বালানি হিসাবে গোটা পৃথিবীতেই অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল ব্যবহার করা হয়। আর এর সঙ্গে সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল সর্বোচ্চ ৫০ শতাংশ মেশানো যায়। আর এই তেল দিয়ে বিমান চালানো গেলে কিছুটা হলেও পেট্রোলিয়ামের আমদানি যে কমবে, তা বলাই যায়।
