মুম্বই: সম্প্রতি অনন্ত অম্বানীর বিয়ের জন্য শিরোনামে উঠে আসে অম্বানী পরিবার। ধুমধাম করে বিয়ের আসর বসেছিল মুম্বইতেই। বিদেশি অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে আসছে, তাতে মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। অনেকেই হিসেব কষে বলেছেন, এই ৫০০০ কোটি টাকা আসলে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির মাত্র ০.০৫ শতাংশ। এরই মধ্যে প্রকাশ্যে এলে রিলায়েন্স জিও-র লাভের হিসেব। এপ্রিল, মে ও জুন মাসের লাভের হিসেব এটি। সুতরাং বলাই যায় অনন্ত-রাধিকার বিয়ের পর খুশির খবর এসেছে অম্বানী পরিবারে।
রিলায়েন্স জিও ইনফোকমের প্রথম ত্রৈমাসিকের যে হিসেব সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, লাভের পরিমাণ গতবারের তুলনায় অনেকটাই বেশি। গত বছরের প্রথম ত্রৈমাসিকে নেট প্রফিট হয়েছিল ৪,৮৬৩ কোটি টাকা। আর এবার সেই লাভের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৪৫ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার নেট প্রফিট বেড়েছে ১২ শতাংশ।
রিলায়েন্সের এই টেলিকম সংস্থা বর্তমানে ৫জি নেটওয়ার্ক তৈরি করছে দেশ জুড়ে। ২০১৬ সালে জিও-র পথ চলা শুরু। তারপর থেকে সংস্থার ক্রমশ অগ্রগতি হয়েছে। বর্তমানে জিও হল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক। শুধুমাত্র ইন্টারনেট নয়, মোবাইল ডিভাইস, জিও এয়ার ফাইবার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ সহ একাধিক পরিষেবা রয়েছে জিও-র।
সম্প্রতি রিলায়েন্স জিও-র ট্যারিফ বেড়ে যাওয়ায় অনেক সমালোচনা হয় গ্রাহকদের মধ্যে, তবে বিশ্লেষকদের মতে, টেলিকম শাখা রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। জুন ত্রৈমাসিকে জিও-র সঙ্গে যুক্ত হয়েছে ৯ মিলিয়ন অর্থাৎ ৯০ লক্ষ গ্রাহক।