Bangla News Photo gallery Hardik Pandya Natasha Stankovic Divorce: Did You Know Natasha Stankovic's Net Worth is Lower than Hardik Natasha's Entire Wedding Cost
Hardik Pandya-Natasha Stankovic: হার্দিকের কাছে গরিব নাতাশা! বিয়ের খরচও উঠবে না নাতাশার মোট সম্পত্তিতে
ঈপ্সা চ্যাটার্জী |
Jul 20, 2024 | 8:25 PM
Hardik Pandya-Natasha Stankovic: হার্দিক-নাতাশার মধ্যে 'অল ইজ নট ওয়েল'। আর সেই জল্পনাকে সত্যি করেই ১৮ জুলাই নাতাশা ইন্সটাগ্রাম পোস্টে জানান, ৪ বছরের বিবাহে ইতি টানতে চলেছেন তাঁরা।
1 / 11
২০২০ সালে লকডাউনের সময় সবাইকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ছবি পোস্ট করেছিলেন প্রেমিকা নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে। মে মাসেই ঘরোয়া অনুষ্ঠানে নাতাশাকে বিয়ে করেছিলেন হার্দিক।
2 / 11
কয়েক মাসের ব্যবধানেই সুখবর দেন হার্দিক-নাতাশা। তাঁদের ঘর আলো করে আসে ছেলে অগস্ত্য। ছোট্ট পরিবার, সুখী পরিবার। ভালই কাটছিল সবকিছু। কিন্তু ছন্দ কাটল মাস কয়েক আগে।
3 / 11
গুঞ্জন শুরু হল, হার্দিক-নাতাশার মধ্যে 'অল ইজ নট ওয়েল'। আর সেই জল্পনাকে সত্যি করেই ১৮ জুলাই নাতাশা ইন্সটাগ্রাম পোস্টে জানান, ৪ বছরের বিবাহে ইতি টানতে চলেছেন তাঁরা।
4 / 11
হার্দিক-নাতাশার ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে তাঁদের বিয়ে নিয়ে। বিভিন্ন রীতিতে তিনবার বিয়ে করেছিলেন হার্দিক-নাতাশা।
5 / 11
প্রথম বিয়েটি ঘরোয়া হলেও, উদয়পুরে ধুমধাম করে হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে করেন হার্দিক-নাতাশা। খরচে কোনও কার্পণ্য রাখেননি হার্দিক।
6 / 11
জানলে অবাক হবেন, হার্দিক-নাতাশার বিয়ের মোট খরচ নাতাশার মোট সম্পত্তির পরিমাণের থেকেও বেশি।
7 / 11
শোনা যায়, রাজস্থানে হার্দিকের বিয়ের ভেন্যু বুক করতেই খরচ হয়েছিল ২ থেকে ৫ কোটি টাকা। এর পাশাপাশি ডেকরেশন ও বিয়ের পোশাকে আরও কয়েক কোটি টাকা খরচ হয়েছিল।
8 / 11
বিয়েতে শালীদের দরজা ধরার জন্যই ৫ লক্ষ টাকা খরচ করেছিলেন। গোটা বিয়ের খরচ পড়েছিল ২৫ কোটি টাকার কাছাকাছি।
9 / 11
সেখানেই যদি নাতাশার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২০ কোটি টাকা।
10 / 11
তবে হার্দিকের সম্পত্তির পরিমাণ নাতাশার সম্পত্তির প্রায় ৫ গুণ বেশি।
11 / 11
জানা যায়, হার্দিকের মোট সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি টাকা।