Hotel rate: বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদ যাবেন? হোটেল ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 18, 2023 | 12:12 AM

Ahmedabad hotel fare: কেবল তিনতারা বা পাঁচতারা নয়, অনামী হোটেলগুলিরও ভাড়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উঠেছে। হোটেল ভাড়ার পাশাপাশি বিমান ভাড়াও অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এক ট্রাভেল এজেন্ট জানান, ১৮ ও ১৯ নভেম্বর আহমেদাবাদের বিমানের অতিরিক্ত চাহিদার ফলেই ভাড়া তিন-পাঁচগুণ বেড়ে গিয়েছে।

Hotel rate: বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদ যাবেন? হোটেল ভাড়া শুনলে চোখ কপালে উঠবে
আহমেদাবাদে হবে বিশ্বকাপ ফাইনাল।

Follow Us

 

আহমেদাবাদ: আর একদিনের অপেক্ষা। এক যুগ পর ওয়ার্ল্ড কাপ (World cup) ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। আর সেই ফাইনাল ম্যাচ হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচ সরাসরি চাক্ষুষ করতে এবং বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেটপ্রেমীরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে গুজরাট ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের অদূরে আহমেদাবাদ (Ahmedabad) শহরে হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। চাহিদা অতিরিক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই আহমেদাবাদের হোটেলগুলির ভাড়া এখন আকাশছোঁয়া। ভাড়া শুনলে চোখ কপালে ওঠার জোগাড়!

আহমেদাবাদ, গান্ধীনগরের আকাশছোঁয়া হোটেল ভাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। নেটিজেনদের টুইট-পোস্ট থেকে জানা যাচ্ছে, আহমেদাবাদের ১৮ ও ১৯ নভেম্বরের এক রাতের হোটেলের একটি রুমের ভাড়া উঠেছে ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। একটি পাঁচতারা হোটেলের এক রাতের একটি রুমের ভাড়া তো ২ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। রীতিমতো লুঠতরাজ চলছে বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

হোটেল রুমের আকাশছোঁয়া ভাড়া-বৃদ্ধির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন আহমেদাবাদের ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরেন্দ্র সোমানি। তাঁর সাফাই, ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে কেবল দেশের বিভিন্ন রাজ্য থেকে দর্শকেরা আসছেন না, দুবাই, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকেও বহু ক্রিকেটপ্রেমী খেলা দেখতে আসছেন। আহমেদাবাদে তিনতারা ও পাঁচতারা হোটেল মিলিয়ে মোট ৫ হাজার ঘর রয়েছে। যেখানে এখনও পর্যন্ত সমগ্র গুজরাটে এসেছেন ১০ হাজার লোক। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১.২০ লক্ষের বেশি দর্শক আসনের ব্যবস্থা রয়েছে। ফলে অন্য রাজ্য ও বিদেশ থেকে ৩০ হাজার থেকে ৪০ হাজার দর্শক ম্যাচ দেখতে আসবেন। তার ফলেই হোটেল ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

কেবল তিনতারা বা পাঁচতারা নয়, অনামী হোটেলগুলিরও ভাড়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উঠেছে। হোটেল ভাড়ার পাশাপাশি বিমান ভাড়াও অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এক ট্রাভেল এজেন্ট জানান, ১৮ ও ১৯ নভেম্বর আহমেদাবাদের বিমানের অতিরিক্ত চাহিদার ফলেই ভাড়া তিন-পাঁচগুণ বেড়ে গিয়েছে। হোটেল ভাড়া ও বিমান ভাড়া বৃদ্ধির পাশাপাশি ফাইনাল ম্যাচের টিকিটের কালোবাজারি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সবমিলিয়ে, বিপাকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে যাওয়া ক্রিকেটপ্রেমীরা।

Next Article