Air India: কুয়াশায় ঢেকেছে আকাশ, যাত্রীদের জন্য নয়া পরিষেবা আনল Air India

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 26, 2022 | 1:39 PM

Air India: কুয়াশার কারণে উড়ানের দেরি হলে আর করতে হবে না চিন্তা। ফগকেয়ার নামে নয়া পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া।

1 / 6
উত্তর ভারতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। আর তার জেরে কুয়াশা। ফলবশত উড়ান পরিষেবায় পড়েছে কিছুটা প্রভাব। উড়ান দেরি করা সহ তা বাতিল হওয়ার মতো একাধিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য চালু করল এক নতুন পরিষেবা।

উত্তর ভারতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। আর তার জেরে কুয়াশা। ফলবশত উড়ান পরিষেবায় পড়েছে কিছুটা প্রভাব। উড়ান দেরি করা সহ তা বাতিল হওয়ার মতো একাধিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য চালু করল এক নতুন পরিষেবা।

2 / 6
শনিবার এয়ার ইন্ডিয়া 'ফগকেয়ার' নামে এই নয়া উদ্যোগ নিয়ে আসে তাদের গ্রাহকদের জন্য। কুয়াশার কারণে যাত্রী ভোগান্তি দূর করতে বা পরিমাণে কমাতে এই উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। এই উদ্যোগের আওতায় কুয়াশার কারণে বিমানের উড়ানে সময় লাগলে যাত্রীদের ইচ্ছেমতো তাঁরা এই ফ্লাইটের সময় পিছোতে পারে বা সেই উড়ান বাতিলও করতে পারেন।

শনিবার এয়ার ইন্ডিয়া 'ফগকেয়ার' নামে এই নয়া উদ্যোগ নিয়ে আসে তাদের গ্রাহকদের জন্য। কুয়াশার কারণে যাত্রী ভোগান্তি দূর করতে বা পরিমাণে কমাতে এই উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। এই উদ্যোগের আওতায় কুয়াশার কারণে বিমানের উড়ানে সময় লাগলে যাত্রীদের ইচ্ছেমতো তাঁরা এই ফ্লাইটের সময় পিছোতে পারে বা সেই উড়ান বাতিলও করতে পারেন।

3 / 6
ফাইল চিত্র

ফাইল চিত্র

4 / 6
ফাইল চিত্র

ফাইল চিত্র

5 / 6
যাত্রীরা নিজেদের উড়ানের সময় পুনরায় নির্ধারণ করতে পারেন এবং চাইলে সেই ফ্লাইট বাতিলও করতে পারেন। এবং এর জন্য কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না যাত্রীদের। এর ফলে বিমান বন্দরে ভিড়়টাও কমবে।

যাত্রীরা নিজেদের উড়ানের সময় পুনরায় নির্ধারণ করতে পারেন এবং চাইলে সেই ফ্লাইট বাতিলও করতে পারেন। এবং এর জন্য কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না যাত্রীদের। এর ফলে বিমান বন্দরে ভিড়়টাও কমবে।

6 / 6
এয়ার ইন্ডিয়ার তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট উড়ান সম্পর্কিত নির্দেশাবলী  ই-মেল, ফোন কল, এসএমএস মারফত যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাঁরা নিজেরা তারপর কী করতে চান তা তাঁরা বেছে নিতে পারবেন।

এয়ার ইন্ডিয়ার তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট উড়ান সম্পর্কিত নির্দেশাবলী ই-মেল, ফোন কল, এসএমএস মারফত যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাঁরা নিজেরা তারপর কী করতে চান তা তাঁরা বেছে নিতে পারবেন।

Next Photo Gallery