কেউ জানত না! রাত ২টো অবধি জেগে কী করেন মুকেশ অম্বানী, ফাঁস করে দিলেন ছেলেই
Akash Ambani: ড্রিম স্পোর্টসের সিইও হর্ষ জৈন রিলায়েন্স জিয়ো ইনফোকমের চেয়ারম্যান আকাশ অম্বানীকে তাঁর ব্যক্তিগত ও কর্মজীবন সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সেখানেই আকাশ অম্বানী জানান যে একসঙ্গে যৌথ পরিবারে বেড়ে ওঠা তাঁর কাজের পদ্ধতিকে প্রভাবিত করেছে।

মুম্বই: দেশের তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। রিলায়েন্সের সাম্রাজ্য তাঁর হাত ধরেই বিস্তার করেছে। নানা নতুন শিল্প-বাণিজ্যের শুরু হয়েছে। এখন রিলায়েন্স সামলানোর দায়িত্ব তাঁর তিন সন্তান আকাশ, ইশা ও অনন্তের কাঁধে। বড় ছেলে আকাশ অম্বানীর কাছে যখন তাঁর অনুপ্রেরণা কে, জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি কোনও বিখ্যাত ব্যক্তি নয়, নিজের মা-বাবারই নাম নেন। একইসঙ্গে তাদের সম্পর্কে নানা অজানা কথাও তুলে ধরেন।
মুম্বই টেক উইকে ড্রিম স্পোর্টসের সিইও হর্ষ জৈন রিলায়েন্স জিয়ো ইনফোকমের চেয়ারম্যান আকাশ অম্বানীকে তাঁর ব্যক্তিগত ও কর্মজীবন সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সেখানেই আকাশ অম্বানী জানান যে একসঙ্গে যৌথ পরিবারে বেড়ে ওঠা তাঁর কাজের পদ্ধতিকে প্রভাবিত করেছে।
আকাশের অনুপ্রেরণা কে, তা জানতে চাইলে তিনি বলেন, “আমার পরিবার, যাদের কাছে, যাদের সঙ্গে আমি বেড়ে উঠেছি, তারাই আমার অনুপ্রেরণা। আমরা এক ছাদের নীচে ৩২ বছর থেকেছি। অনুপ্রেরণা কখনওই দূরে ছিল না, বিশেষ করে আমার মা-বাবার থেকে অনুপ্রাণিত আমি।”
ব্যক্তিগত নিয়মানুবর্তিতা ও কাজের একাগ্রতা নিয়ে কথা বলতে গিয়েই আকাশ অম্বানী বলেন, “আজ পর্যন্ত আমার বাবা তাঁকে পাঠানো প্রতিটি ইমেইল দেখেন। রাত ২টো পর্যন্ত এই কাজ করেন। তাঁর জীবনের ৪ দশক ধরে এই কাজ করে আসছেন। এখান থেকেই আসল অনুপ্রেরণা আসে।”
মা নীতা অম্বানী সম্পর্কে বলতে গিয়ে আকাশ বলেন, “আমি আর মা একই জিনিসের দিকে তাকিয়ে থাকি। আমাদের দুজনেরই ক্রিকেট খুব পছন্দ, আমরা এক টিভিতেই খেলা দেখি, কিন্তু মা এমন ছোট ছোট ডিটেল দেখতে পায়, যা আমরা দেখতে পাই না। এখান থেকে অনুপ্রেরণা আসে।”

