নয়া দিল্লি: সরকারি চাকরির চেষ্টা করছেন? সরকারি চাকরির খবর পেতে বিভিন্ন পোর্টাল, ওয়েবসাইটে খোঁজ করছেন? আর বিভিন্ন পোর্টাল, ওয়েবসাইটে নজর দিতে হবে না। এবার এই একটিমাত্র পোর্টালে নজর রাখলেই সরকারি চাকরির বিস্তারিত খোঁজ মিলবে। এখানে কেবল সরকারি নয়, বেসরকারি বিভিন্ন সেক্টরেরও চাকরির তথ্য মিলবে এবং এখান থেকে আবেদনও করা যাবে। যুবদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং তাঁদের সুবিধার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই বিশেষ পোর্টাল চালু করেছে। যার ভিত্তিতে মানুষের জন্য সরকারি ও বেসরকারি চাকরি পাওয়া সহজ হবে।
এই পোর্টালে চাকরির তথ্য পাওয়া যাবে
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস নামক একটি পোর্টাল চালু করেছে। এই পোর্টালে সমস্ত সরকারি এবং বেসরকারি সেক্টরের চাকরির খোঁজ মিলবে। বর্তমানে এই পোর্টালে ৫ লক্ষ শূন্যপদের উল্লেখ রয়েছে। এই পোর্টাল থেকে চাকরি পেতে আপনাকে প্রথমে এখানে রেজিস্ট্রার করতে হবে। তারপর চাকরির জন্য এখান থেকেই আবেদন করতে পারবেন।
ভারতে এবং বিদেশেও চাকরি আছে
আপনি যদি বিদেশে চাকরির সুযোগ খোঁজ করেন, তাহলেও এই পোর্টালে রেজিস্ট্রার করতে পারেন। রেজিস্ট্রার এছাড়া প্রযুক্তি থেকে শুরু করে আইটি, মিডিয়া, রেলওয়ে এবং অন্যান্য সমস্ত সেক্টরে চাকরির সন্ধান মিলবে এখানে। একই সঙ্গে বিদেশি কোম্পানি ও বিদেশে চাকরির শূন্যপদের তথ্যও রয়েছে।
এইভাবে রেজিস্ট্রার করুন
১) প্রথমে nsc এর ওয়েবসাইট ভিজিট করুন।
২) তারপর এখানে চাকরির লিঙ্কের জন্য রেজিস্ট্রার করুন।
৩) এবার আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করুন।
৪) যেখানে কাজ করতে হবে সেই কাজের অবস্থান নির্বাচন করুন।
৫) আপনি যদি ফুল টাইম বা পার্টটাইম এর মত কোন কাজ করতে চান তাহলে সেটা সিলেক্ট করুন।
৬) এবার আপনাকে বেতনের বিকল্পটি জিজ্ঞাসা করা হবে।
৭) আপনার প্রত্যাশিত বেতন লিখুন।
৮) এখন আপনি যে সেক্টরে চাকরি করতে চান সেটি নির্বাচন করুন।
৯) এবার আপনার সামনে চাকরির সম্পূর্ণ তালিকা খুলবে।
১০) এখন আপনি যেটিতে আবেদন করতে চান আবেদন করুন।