Shaktikanta Das: সব ক্রিপ্টোকারেন্সিই হবে নিষিদ্ধ? বড় ইঙ্গিত দিলেন আরবিআই-এর গভর্নর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 13, 2023 | 8:10 PM

Shaktikanta Das on Cryptocurrencies: দ্রুত মুনাফা লাভের আশায় অনেকেই ক্রিপ্টোকারেন্সি-তে লগ্নি করেন। কিন্তু, ভারতে শীঘ্রই নিষিদ্ধ হতে পারে ক্রিপ্টো। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস।

Shaktikanta Das: সব ক্রিপ্টোকারেন্সিই হবে নিষিদ্ধ? বড় ইঙ্গিত দিলেন আরবিআই-এর গভর্নর
ক্রিপ্টোয় লগ্নিকে জুয়া খেলা বললেন আরবিআই-এর গভর্নর

Follow Us

নয়া দিল্লি: দ্রুত মুনাফা লাভের আশায় অনেকেই ক্রিপ্টোকারেন্সি-তে লগ্নি করেন। কিন্তু, ভারতে শীঘ্রই নিষিদ্ধ হতে পারে ক্রিপ্টো। শুক্রবার, এক সর্বাভারতীয় পত্রিকার শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে শক্তিকান্ত দাস বলেছেন, “এই বিষয়ে আরবিআই-এর অবস্থান খুবই স্পষ্ট, ক্রিপ্টোকারেন্সিগুলি নিষিদ্ধ করা উচিত।” শক্তিকান্ত দাস আরও জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থের জোগানের মতো পরিচিত বিপদগুলি তো আছেই, সেই সঙ্গে এই ক্রিপ্টোর কোনও ভিত্তিই নেই। তিনি বলেন, “ক্রিপ্টো কি? কেউ কেউ বলে এটা সম্পদ, কেউ কেউ বলে এটা আর্থিক পণ্য। ক্রিপ্টোর কোনও ভিত্তিই নেই। একটা ভিত্তিহীন বিষয়, যার মূল্যায়ন সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর নির্ভরশীল। এটা ১০০ শতাংশ জল্পনা ছাড়া আর কিছুই নয়, বা স্পষ্ট করে বললে এটা একটা জুয়া।”

Next Article