Insurance in India: একইসঙ্গে জীবন বিমা, স্বাস্থ্য বিমা, বাড়ির বিমা, আসছে কম্পোজিট ইনস্যুরেন্স

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 08, 2023 | 11:29 PM

Insurance in India: ওয়াকিবহাল মহলের ধারণা, এটা চালু হলে সারা দেশে বিমার প্রসার বাড়বে। তাতে নাগরিক সুরক্ষাও বাড়বে। অন্যদিকে গ্রাহক সংখ্যা বাড়লে বিমা কোম্পানিগুলিও দেখবে লাভের মুখ। বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইআরডিএ ইতিমধ্যেই এই কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Follow Us

কলকাতা: ধরা যাক আপনি একটাই বিমা করালেন। বছরে একবারই দেবেন প্রিমিয়াম। তাতেই থাকবে জীবন বিমা, স্বাস্থ্য বিমা, বাড়ির বিমা, এমনকি হাতের মোবাইলটার বিমাও হয়ে যাবে। এটাকে বলে কম্পোজিট ইনস্যুরেন্স। আমাদের দেশে এটা এখনও চালু না হলেও সূত্রের খবর বলছে খুব তাড়াতাড়িই এটা চালু হতে চলেছে। সম্ভবত নতুন আর্থিক বছরের গোড়াতেই এক বিমায় সব সুবিধা পাওয়া যাবে দেশে। ফলে আর আলাদা আলাদা করে আর বিভিন্ন বিমা করতে হবে না। 

ওয়াকিবহাল মহলের ধারণা, এটা চালু হলে সারা দেশে বিমার প্রসার বাড়বে। তাতে নাগরিক সুরক্ষাও বাড়বে। অন্যদিকে গ্রাহক সংখ্যা বাড়লে বিমা কোম্পানিগুলিও দেখবে লাভের মুখ। বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইআরডিএ ইতিমধ্যেই এই কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ইনস্যুরেন্স সাধারণত তিন ধরনের। স্বাস্থ্য বিমা, জীবন বিমা ও জেনারেল ইনস্যুরেন্স। আমাদের দেশে সাধারণ এক একটি বিমা সংস্থা এই তিনটি ক্ষেত্রের এক একটিতে আলাদা করে বিমা দিয়ে থাকে। 

সূত্রের খবর, আইআরডিএ বিভিন্ন রাজ্যে এই তিনটি ক্ষেত্রে বিমা প্রদানকারী সংস্থাগুলিকে জোট বাঁধতে বলেছে। এই কোম্পজিট বিমার ক্ষেত্রে আপনি যে প্রিমিয়াম দেবেন তা তিনটি সংস্থার মধ্যে ভাগ হয়ে যাবে। পরবর্তীতে একটি সংস্থা যাতে তিন ধরনের বিমা পরিষেবা দিতে পারে সে জন্য কোম্পজিট লাইসেন্স দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর। কোম্পজিট ইনস্যুরেন্স বাজারে আসার সাধারণ স্বাস্থ্য বিমা বা মেডিক্লেম নিয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে সে জন্য পদক্ষেপ করার কথাও জানিয়েছে আইআরডিএ।

কলকাতা: ধরা যাক আপনি একটাই বিমা করালেন। বছরে একবারই দেবেন প্রিমিয়াম। তাতেই থাকবে জীবন বিমা, স্বাস্থ্য বিমা, বাড়ির বিমা, এমনকি হাতের মোবাইলটার বিমাও হয়ে যাবে। এটাকে বলে কম্পোজিট ইনস্যুরেন্স। আমাদের দেশে এটা এখনও চালু না হলেও সূত্রের খবর বলছে খুব তাড়াতাড়িই এটা চালু হতে চলেছে। সম্ভবত নতুন আর্থিক বছরের গোড়াতেই এক বিমায় সব সুবিধা পাওয়া যাবে দেশে। ফলে আর আলাদা আলাদা করে আর বিভিন্ন বিমা করতে হবে না। 

ওয়াকিবহাল মহলের ধারণা, এটা চালু হলে সারা দেশে বিমার প্রসার বাড়বে। তাতে নাগরিক সুরক্ষাও বাড়বে। অন্যদিকে গ্রাহক সংখ্যা বাড়লে বিমা কোম্পানিগুলিও দেখবে লাভের মুখ। বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইআরডিএ ইতিমধ্যেই এই কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ইনস্যুরেন্স সাধারণত তিন ধরনের। স্বাস্থ্য বিমা, জীবন বিমা ও জেনারেল ইনস্যুরেন্স। আমাদের দেশে সাধারণ এক একটি বিমা সংস্থা এই তিনটি ক্ষেত্রের এক একটিতে আলাদা করে বিমা দিয়ে থাকে। 

সূত্রের খবর, আইআরডিএ বিভিন্ন রাজ্যে এই তিনটি ক্ষেত্রে বিমা প্রদানকারী সংস্থাগুলিকে জোট বাঁধতে বলেছে। এই কোম্পজিট বিমার ক্ষেত্রে আপনি যে প্রিমিয়াম দেবেন তা তিনটি সংস্থার মধ্যে ভাগ হয়ে যাবে। পরবর্তীতে একটি সংস্থা যাতে তিন ধরনের বিমা পরিষেবা দিতে পারে সে জন্য কোম্পজিট লাইসেন্স দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর। কোম্পজিট ইনস্যুরেন্স বাজারে আসার সাধারণ স্বাস্থ্য বিমা বা মেডিক্লেম নিয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে সে জন্য পদক্ষেপ করার কথাও জানিয়েছে আইআরডিএ।

Next Article