Amazon Layoffs: ফের ৯,০০০ কর্মী ছাঁটাই Amazon-এ, কারণ জানালেন সিইও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 21, 2023 | 7:31 AM

Amazon Layoffs: দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল Amazon। এইবার ৯ হাজার জন কর্মী ছাঁটাই করা হবে।

Amazon Layoffs: ফের ৯,০০০ কর্মী ছাঁটাই Amazon-এ, কারণ জানালেন সিইও
ফাইল ছবি

Follow Us

এই বছরের শুরুটা একেবারেই ভাল নয় কর্পোরেটে কর্মরতদের জন্য। গুগল, মাইক্রোসফট, টুইটার, ফেসবুক। তালিকাটা ক্রমশ লম্বাই হয়ে গিয়েছে। একদিকে বিশ্বজুড়ে আর্থিক মন্দার ঢেউ আছড়ে পড়েছে। আর প্রযুক্তি সহ একাধিক সংস্থা নিজেদের দক্ষ ও অদক্ষ নির্বিশেষে কর্মীদের ছাঁটাই করে যাচ্ছে। নিজেদের লাভের পরিমাণ টিকিয়ে রাখতে এবং সংস্থার খরচে রাশ টানতেই এই পথে হেঁটেছে সংস্থাগুলি। এবার পালা অ্যামাজ়নের। ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে এই সংস্থা। তবে এটাই প্রথম নয়। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কর্মী ছাঁটাই হচ্ছে অ্যামাজ়নে।

কর্মীদের চাকরি হারানোর বিষয়ে গতকাল জানিয়েছেন সংস্থার সিইও অ্য়ান্ডি জ্যাসি। সেইসব কর্মীদের উদ্দেশে বার্তায় তিনি বলেছেন, অ্যামাজ়ন বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সংস্থার খরচ কমাতে এই পথে হাঁটতেই হচ্ছে। তবে এই প্রথম ই-কমার্স সংস্থা তাদের কর্মী ছাঁটাই করছে না। এর আগে জানুয়ারি মাসেই প্রায় ১৮ হাজার কর্মীদের বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল অ্যামাজ়ন। এবার সংখ্যাটা ৯ হাজার। অর্থাৎ নিজেদের ওয়ার্ক ফোর্স থেকে মোট ২৭ হাজার কর্মী বাদ দিল এই ই-কমার্স সংস্থা।

ইমেলে জ্যাসি উল্লেখ করেছেন, “আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯০০০ কর্মী পদ বাতিল করা হবে। বেশিরভাগ এডাব্লুএস, পিএক্সটি, বিজ্ঞাপন এবং টুইচে। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা দীর্ঘমেয়াদে এটাই সংস্থার জন্য সেরা উপায় বলে মনে করছি।”

তবে এত হারে কর্মী ছাঁটাইয়ের কারণ?

ই-কমার্স সংস্থার সিইও ব্যাখ্যা করেছেন, গত কয়েক বছরে প্রয়োজনের থেকে বেশি লোক নিয়েছে অ্যামাজ়ন। আর গোটা বিশ্ব যখন আর্থিক মন্দার মুখোমুখি তখন খুব সচেতনভাবে প্রতিটা পদক্ষেপ করা উচিত। তাই এই পরিস্থিতিতে সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এবং হাতে থাকা কর্মীদের বুদ্ধি করে কাজে লাগানো হচ্ছে। আর এর জন্য় দীর্ঘ মেয়াদে সংস্থার জন্য লাভজনক তা জানিয়েছেন জ্যাসি। এদিকে এই ছাঁটাইয়ের প্রক্রিয়া এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Next Article