AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতারাতি পথে বসিয়ে দিল Amazon, বছর শেষে কতজন চাকরি খোয়ালেন?

Amazon Layoff: আগামী বছর জানুয়ারি মাসে আরও এক ধাপে কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন। ৫০০-রও বেশি প্রোডাক্ট ম্যানেজার ও প্রোগ্রাম ম্যানেজারদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সিনিয়র ম্যানেজার ও প্রিন্সিপাল লেভেলের কর্মীদের ছাঁটাই করা হচ্ছে।

রাতারাতি পথে বসিয়ে দিল Amazon, বছর শেষে কতজন চাকরি খোয়ালেন?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Nov 22, 2025 | 7:02 PM
Share

ক্যালিফোর্নিয়া: আবার কর্মী ছাঁটাইয়ের ঢেউ। বছর শেষে অ্যামাজন একধাক্কায় বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করল। চলতি বছরের অক্টোবর মাসে ১৪ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। কোন কোন বিভাগে কর্মী ছাঁটাই করা হল এবার?

বিগত কয়েক বছর ধরেই অ্যামাজনে কর্মী ছাঁটাই চলছে। ২০২০ সালে, কোভিডকালে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল অ্যামাজনে, কিন্তু পরের বছর থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়। এবার ১৪ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল অ্যামাজন। 

মূলত ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করা হয়েছে। এছাড়া ক্লাউড সার্ভিস থেকে ডিভাইস, রিটেল, বিজ্ঞাপন, গ্রোসারি- বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করা হয়েছে। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, ওয়াশিংটনে বিপুল সংখ্যক কর্মীদের হাতে চিঠি ধরানো হয়েছে। শুধুমাত্র এই সমস্ত জায়গা থেকেই কমপক্ষে ৪৭০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। এদের মধ্যে ৪০ শতাংশ আবার ইঞ্জিনিয়ার।

তবে মনে করা হচ্ছে, আমেরিকার আরও একাধিক স্টেটেই কর্মীদের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতিই অ্য়ামাজনের সিইও অ্যান্ডি জেসি বলেছিলেন যে সংস্থার অন্দরে বড় রদবদল করা হবে।

সূত্রের খবর, আগামী বছর জানুয়ারি মাসে আরও এক ধাপে কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন। ৫০০-রও বেশি প্রোডাক্ট ম্যানেজার ও প্রোগ্রাম ম্যানেজারদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সিনিয়র ম্যানেজার ও প্রিন্সিপাল লেভেলের কর্মীদের ছাঁটাই করা হচ্ছে।