Amazon Lay off: কয়েক’শ কর্মীকে ছাঁটাইয়ের পথে Amazon, অচল হচ্ছে Alexa

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 18, 2023 | 8:41 AM

Amazon Lay off: অ্যালেক্সা নামে অ্যামাজনের তৈরি ওই ডিভাইস বাজারে এসেছে প্রায় এক দশক আগে। এটি মূলত একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অর্থাৎ গ্রাহক যদি গান শুনতে চান, অ্যালেক্সা গান খুঁজে চালিয়ে দেবে, অ্যালার্ম দেওয়া থেকে সংবাদপত্র পড়ে শোনানো, সবটাই করতে পারে অ্যালেক্সা।

Amazon Lay off: কয়েকশ কর্মীকে ছাঁটাইয়ের পথে Amazon, অচল হচ্ছে Alexa
আমাজনের দফতর
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: ফের ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। মূলত ই কমার্স সংস্থা হলেও অ্যামাজন-এর একাধিক শাখা রয়েছে। হাজার হাজার কর্মী কাজ করেন ওই সব শাখায়। ফলে চাকরি বাতিল হওয়ার খবরে কর্মীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। অ্যামাজন-এর ‘অ্যালেক্সা’ নামে যে ডিভাইস একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল, সেই ব্যবসা খুব একটা ভাল চলছে না। সে কারণেই ওই শাখার কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এর ফলে প্রভাব পড়তে পারে কয়েকশ কর্মীর ওপর। এর থেকে বেশি বিস্তারিত তথ্য দিতে নারাজ সংস্থার মুখপাত্র।

গ্রাহকদের চাহিদা মতো গুরুত্ব বদলায় ব্যবসায়। সেই কারণেই চাকরির ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে। জেনেরাটিভ এআই-এর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। জেনেরাটিভ এআই-এর ক্ষেত্রে অনেক নতুন ধরনের আউটপুট পাওয়া যায়। লেখা, ছবি, ভিডিয়ো সবটাই পাওয়া যায় সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবের মধ্যে অ্যালেক্সা পিছিয়ে পড়ছে বলেই মনে করছে ওই সংস্থা। অনেক সংস্থাই এই প্রযুক্তির ক্ষেত্রে বদল আনছে বলেও দাবি অ্যামাজনের।

অ্যালেক্সা নামে অ্যামাজনের তৈরি ওই ডিভাইস বাজারে এসেছে প্রায় এক দশক আগে। এটি মূলত একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অর্থাৎ গ্রাহক যদি গান শুনতে চান, অ্যালেক্সা গান খুঁজে চালিয়ে দেবে, অ্যালার্ম দেওয়া থেকে সংবাদপত্র পড়ে শোনানো, সবটাই করতে পারে অ্যালেক্সা। এই ডিভাইসের জনপ্রিয়তা শুরু থেকেই বেশি ছিল। সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না সেই অ্যালেক্সা।

অ্যামাজনের দাবি, এই ধরনের ডিভাইসের ব্যবসায় আর খুব একটা লাভ হবে না। এবার নতুন প্রযুক্তির ওপর জোর দিতে হবে।

Next Article