আহমেদাবাদ: আগামি ১২ জুলাই, মুম্বইয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানির ছোট ছেলে, অনন্ত অম্বানি। তার আগে, গুজরাটের জামনগরে বসেছে তাঁদের প্রাক-বিবাহ উৎসব। ১ মার্চ থেকে তিনদিন ধরে চলছে এই অনুষ্ঠান। জামনগরে বসেছে চাঁদের হাট। বহু বিশিষ্ট অতিথিদের আগমন ঘটেছে। হলি-বলি সেলিব্রিটি, শিল্পপতি, ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতা, ধর্মগুরু – বাদ পড়েননি কেউ। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে অতিথিদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক অনুষ্ঠান রয়েছে। একেকটি অনুষ্ঠানের একেক রকম ড্রেস কোড রয়েছে। আমন্ত্রিতদের কাছে আগেই ‘ইভেন্ট গাইড’ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানেই বলা আছে এই ড্রেস কোডের কথা। আসুন দেখে নেওয়া যাক, কোন অনুষ্ঠানের জন্য কী ধরনের পোশাক পরছেন অতিথিরা –
১ মার্চ, অর্থাৎ, প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যাবেলার অনুষ্ঠানের নাম ছিল ‘এন ইভিনিং ইন নেভারল্যান্ড’। এই অনুষ্ঠানে অতিথিদেরমার্জিত ককটেল পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছিল।
দ্বিতীয় দিনে, অর্থাৎ, ২ মার্চ, জামনগরে অম্বানিদের পশু উদ্ধার কেন্দ্রের বাইরে অনুষ্ঠিত হয়েছে ‘আ ওয়াক ইন দ্য ওয়াইল্ডসাইড’। এই অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ‘জঙ্গল ফিভার’। এরপর, অতিথিদের ‘মেলা রুজ’-এ নিয়ে যাওয়া হয়। এখানে, বিভিন্ন দেশি ক্রিয়াকলাপে অংশ নেন অতিথিরা। ড্রেস কোড ছিল দক্ষিণ এশীয় পোশাক।
তৃতীয় দিন, অর্থাৎ, উৎসবের শেষ দিনে থাকছে দুটি অনুষ্ঠান। প্রথমটির নাম ‘টাস্কার ট্রেইলস’। অতিথিদের জামনগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নিয়ে যাওয়া হবে। এর জন্য বিশেষ কোনও ড্রেস কোড নেই। আর শেষ অনুষ্ঠান হল ‘হস্তাক্ষর’। এই অনুষ্ঠানে অতিথিদের ‘ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে’ পরতে হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারিতে মুম্বইয়ে অম্বানিদের পারিবারিক বাসভবন, অ্যান্টিলিয়াতে এক জনকালো অনুষ্ঠানে বাগদান করেছিলেন অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রাধিকা, এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোগপতি শায়লা মার্চেন্টের ছোট মেয়ে।