Anil Ambani: ঋণে ডুবে থাকা কোম্পানি উদ্ধারে বড় প্ল্যান অনিল অম্বানীর
Anil Ambani: অনিল অম্বানী যে গতিতে ঋণ শোধ করার জন্য পদক্ষেপ করেছিলেন, কোম্পানির ভবিষ্যত সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছেন, তাতে শেয়ারবাজারে প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
নয়া দিল্লি: ঋণের দায়ে প্রায় ডুবে যেতে বসেছে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ। সাম্প্রতিক বছরগুলিতে তার মূল সংস্থার অবস্থার ক্রমশ অবনতি হতে দেখা গিয়েছে। এমনকী ঋণে জর্জরিত অনিল অম্বানী নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন। পরবর্তীতে অবশ্য সংস্থার ঋণের অঙ্ক কিছুটা কমেছে। দুটি কোম্পানি সম্পূর্ণ ঋণমুক্ত হয়েছে। মার্কেট ক্যাপ ২৫ থেকে ৫০ শতাংশ বেড়েছে। এরই মধ্যে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে নতুন কৌশলের কথা।
গত ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের মধ্যে ঘোষণা করা হয়েছে যে এটি দীর্ঘমেয়াদী ফান্ড সংগ্রহের পরিকল্পনা করেছে অনিল অম্বানীর সংস্থা। এটি গ্রুপের আর্থিক অবস্থা শক্তিশালী করতে পারে। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের বোর্ডের তরফে সেই কৌশলে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে, প্রেফারেন্সিয়াল ইস্যু এবং QIP-র মাধ্যমে ৬,০০০ কোটি টাকা পর্যন্ত তহবিল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে, রিলায়েন্স পাওয়ার সংস্থার বোর্ড এই বিষয়ে অনুমোদন দেওয়ার জন্য বৈঠক করছে।
অনিল অম্বানী যে গতিতে ঋণ শোধ করার জন্য পদক্ষেপ করেছিলেন, কোম্পানির ভবিষ্যত সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছেন, তাতে শেয়ারবাজারে প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেও মত বিশেষজ্ঞদের।
বিনিয়োগকারীরা বলছেন, অনিল অম্বানীর এই পরিকল্পনায় সংস্থার প্রতি তাদের আস্থা আরও বাড়ছে। গত সপ্তাহের শেষে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন প্রায় ৫০ শতাংশ বেড়ে ৮৫০০ কোটি টাকা থেকে ১২,৫০০ কোটি টাকা হয়েছে। একইভাবে, রিলায়েন্স পাওয়ারের বাজার মূলধন ১১,৫০০ কোটি টাকা থেকে বেড়ে ১৪,৬০০ কোটি টাকা হয়েছে। গত শুক্রবার রিলায়েন্স পাওয়ারের শেয়ারে ৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। গত এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ শতাংশ।