AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিচয়পত্র হিসাবে Aadhaar Card দিচ্ছেন! যে কোনও মুহূর্তে সর্বস্বান্ত হতে পারেন আপনি, কী করবেন?

UIDAI, Masked Aadhaar Card: ২০১৬ সালের আধার আইন অনুসারে, মাস্কড আধার সম্পূর্ণ বৈধ একটি ডকুমেন্ট। এই আধারকে সাধারণ আধারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ট্রেনের টিকিট কাটা বা হোটেলের বুকিংয়ের মতো e-KYC প্রক্রিয়ায় আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

পরিচয়পত্র হিসাবে Aadhaar Card দিচ্ছেন! যে কোনও মুহূর্তে সর্বস্বান্ত হতে পারেন আপনি, কী করবেন?
২০১৬ সালের আধার আইন অনুসারে, মাস্কড আধার সম্পূর্ণ বৈধ একটি ডকুমেন্ট।
| Updated on: Nov 09, 2025 | 11:42 AM
Share

ভারতে যে কোনও কাজের জন্য বা একাধিক পরিষেবা পেতে ১২ ডিজিটের আধার নম্বর, এককথায় অপরিহার্য। যে কোনও সরকারি সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্কের যে কোনও কাজ, স্কুল বা কলেজে ভর্তির ফর্ম ফিলআপ বা পাসপোর্ট তৈরির প্রয়োজনীয় ডকুমেন্ট, সব ক্ষেত্রেই আধারের মতো গ্রহণযোগ্য ডকুমেন্ট আর কিছু নেই। তবে, আধারের গুরুত্ব যত বাড়ছে, ততই বাড়ছে এই আধার নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। এই সব সমস্যা আটকাতে একটাই ব্যবস্থা, সেটা হল মাস্কড আধার।

মাস্কড আধার কেন জরুরি?

মাস্কড আধার নতুন কোনও ডকুমেন্ট নয়। এটি আসলে আপনার আসল আধারের একটি অন্য রূপ। এই আধারের বিশেষত্ব হল এখানে প্রথম ৮টি ডিজিট ‘XXXX-XXXX-1234‘ এমন ভাবে ঢেকে দেওয়া হয়। শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা দেখা যায়। ফলে, পরিচয়পত্র হিসাবে এই মাস্কড আধার ব্যবহার করলে ওই শেষ ৪টে ডিজিট ব্যবহার করে আপনার কোনও ডেটা চুরি করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি আসলে অনেকটাই নিরাপদ।

২০১৬ সালের আধার আইন অনুসারে, মাস্কড আধার সম্পূর্ণ বৈধ একটি ডকুমেন্ট। এই আধারকে সাধারণ আধারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ট্রেনের টিকিট কাটা বা হোটেলের বুকিংয়ের মতো e-KYC প্রক্রিয়ায় আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

কীভাবে ডাউনলোড করবেন মাস্কড আধার?

মাস্কড আধার ডাউনলোড করা খুবই সহজ। এবং আপনি বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটে এই আধার পেতে পারেন। প্রথমে, UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যান। সেখানে ‘Download Aadhaar’ অপশনটি বেছে নিন। এরপর, আপনার ১২-সংখ্যার আধার নম্বর অথবা এনরোলমেন্ট আইডি (EID) বা ভার্চুয়াল আইডি (VID) দিন। ক্যাপচা পূরণ করে OTP পাঠান। তারপর, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দেওয়ার আগে ‘Do you want a masked Aadhaar?’ লেখা একটি বক্সে আপনাকে টিক দিতে হবে। সব শেষে OTP দিয়ে ‘Verify and Download’-এ ক্লিক করুন। আপনার মাস্কড আধার পিডিএফ হিসাবে ডাউনলোড হবে। যে পিডিএফে একটি পাসওয়ার্ড থাকে যেখানে আপনার নামের প্রথম চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে ও তারপর আপনার জন্ম সাল লিখতে হবে।

তবে, শুধুমাত্র ইউআইডিএআইয়ের ওয়েবসাইট থেকেই আপনি এই মাস্কড আধার পাবেন এমনটা নয়। আপনার যদি এম-আধার অ্যাপ থাকে তাহলে সেখান থেকেও আপনি এই মাস্কড আধার ডাউনলোড করতে পারেন। এমনকি আপনার ডিজিলকারেও আপনি মাস্কড আধার ডাউনলোড করতে পারবেন।

মনে রাখবেন, প্রতিটি সংস্থাকে আপনার সম্পূর্ণ আধার তথ্য দেওয়ার প্রয়োজন নেই। ফলে, আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে আজই মাস্কড আধার ডাউনলোড করুন। আসলে, আপনার নিরাপত্তা কিন্তু আপনারই হাতে। আর আপনি সতর্ক হলে, আপনার ভবিষ্যত আরও সুন্দর হবে।