AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: দিল্লির রাস্তায় দাঁড়িয়ে লেবু-জল খেয়ে UPI-এর মাধ্যমে পেমেন্ট করলেন অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম

UPI: দিল্লির বিভিন্ন প্রান্ত ঘুরে মুগ্ধ অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী। বিশেষত, ইউপিআই সিস্টেমে ডিজিটালি লেনদেনের সরলীকরণ দেখে তিনি আপ্লুত। এর আগে গত অগাস্টে ভারত সফরে এসে একইভাবে ইউপিআই সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে দেখা গিয়েছিল জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ভোকার উইশিংকে।

Video: দিল্লির রাস্তায় দাঁড়িয়ে লেবু-জল খেয়ে UPI-এর মাধ্যমে পেমেন্ট করলেন অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম
দিল্লিতে লেবু-জল খেয়ে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীর।Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 10:32 AM
Share

নয়া দিল্লি: ভারত হয়ে উঠছে ‘ডিজিটাল ইন্ডিয়া’। দেশে ডিজিটালি লেনদেন ব্যবস্থায় গতি আনতে UPI সিস্টেম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা বর্তমানে দেশের তরুণ প্রজন্ম থেকে সব বয়সের, সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কেবল দেশবাসী নয়, এখন ভারত সফরে এসে বিদেশি প্রতিনিধিরাও ইউপিআই সিস্টেমের মাধ্যমে লেনদেন করছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীর (Australia Deputy PM) এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছে, তেমনই ভারত যে বিশ্বের দরবারে ডিজিটালি লেনদেনে উন্নত শরিক হয়ে উঠছে, তা এই ভিডিয়োতেই স্পষ্ট।

ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে দিল্লির রাস্তার ধারে দাঁড়িয়ে এক হকারের থেকে লেবু-জল কিনে পান করছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস। লেবু-জল তাঁর খুব ভাল লেগেছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। তারপর ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, UPI-এর মাধ্যমে লেবু-জলের দাম মেটান মার্লসের সহকারী।

ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যেই গত শনিবার ভারত সফরে আসেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস। রবিবার খেলা দেখার পর সোমবার দিল্লির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন তিনি। ভারতীয় মিষ্টির আস্বাদন নিতে দিল্লির একটি মিষ্টি দোকানে দাঁড়িয়ে ‘রাম লাড্ডু’ খেতে দেখা যায় অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে। আবার রাস্তায় দাঁড়িয়ে লেবু-জল পান করেন তিনি। তখনই ইউপিআই সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করেন। অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও যান এবং সেখানে ১৪-১৮ বছর বয়সি ইয়ং ক্রিকেট দলেকর সদস্যদের সঙ্গে খেলায় সামিল হন। তিনি সেখানে প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির মূর্তিতে শ্রদ্ধাও নিবেদন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে ন্যাশনাল ওয়ার মেমিরিয়ালও করেন রিচার্ড মার্লস।

দিল্লির বিভিন্ন প্রান্ত ঘুরে মুগ্ধ অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী। বিশেষত, ইউপিআই সিস্টেমে ডিজিটালি লেনদেনের সরলীকরণ দেখে তিনি আপ্লুত। এর আগে গত অগাস্টে ভারত সফরে এসে একইভাবে ইউপিআই সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে দেখা গিয়েছিল জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ভোকার উইশিংকে। ইউপিআই সিস্টেমের ভূয়সী প্রশংসা করে কয়েকটি ছবি ও ভিডিয়ো টুইটারে পোস্টও করেন তিনি। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি দিল্লির ফুটপাথ থেকে সবজি কিনে ইউপিআই সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করছেন।