Interest Rate Dropped: এই ব্যাঙ্কের FD-তে বিনিয়োগ করেছেন? কমবে রিটার্ন 

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 18, 2023 | 1:06 PM

Interest Rate Dropped: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল অ্য়াক্সিস ব্যাঙ্ক। ফলে নির্দিষ্ট মেয়াদের আমানতে রিটার্ন কমবে বিনিয়োগকারীদের।

Interest Rate Dropped: এই ব্যাঙ্কের FD-তে বিনিয়োগ করেছেন? কমবে রিটার্ন 
প্রতীকী ছবি

Follow Us

সম্প্রতি দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। এই আবহে উলটো পথে হাঁটল অ্য়াক্সিস ব্যাঙ্ক। স্থায়ী আমানতে সুদের হার কমাল অ্যাক্সিস ব্যাঙ্ক। ২০ বেসিস পয়েন্ট করে সুদের হার কমাল এই বেসরকারি ব্যাঙ্ক। আজ থেকেই কার্যকর হচ্ছে এই নয়া সুদের হার।

সুদের হার পরিবর্তনের পর ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ৩.৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে অ্য়াক্সিস ব্যাঙ্ক। ১ বছর থেকে ১ বছর ৪ দিনে মেয়াদের স্থায়ী আমানতে ৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক। আর ১ বছর ৫ দিন থেকে ১৩ মাসের মেয়াদের স্থায়ী আমানতে ২০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে অ্য়াক্সিস ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতের উপর সুদের হার জেনে নিন।

অ্যাক্সিস ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার:

৭ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫০ শতাংশ সুদ

৪৬ থেকে ৬০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪ শতাংশ সুদ

৬১ দিন থেকে ৩ মাস- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৫০ শতাংশ সুদ

৩ মাস থেকে ৬ মাস- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৭৫ শতাংশ সুদ

৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৫.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ

৯ মাস থেকে ১ বছরের কম সময়ের জন্য- সাধারণ নাগরিকদের জন্য ৬ শতাংশ

১ বছর থেকে ১ বছর ৪ দিন- সাধারণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ

১ বছর ৫ দিন থেকে ১৩ মাস- সাধারণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ

১৩ মাস থেকে ২ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে- ৭.১০ শতাংশ

২ বছর থেকে ৩০ মাসের কম মেয়াদের স্থায়ী আমানতে- ৭.০৫ শতাংশ

অ্য়াক্সিস ব্যাঙ্কে বর্ষীয়ান নাগরিকদের জন্য স্থায়ী আমানতে সুদের হার:

বর্ষীয়ান নাগরিকদের ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতে অ্য়াক্সিস ব্যাঙ্ক ৩.৫০ শতাংশ থেকে ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে অ্য়াক্সিস ব্যাঙ্ক।

Next Article