Baal Aadhaar: সন্তানের ‘আধার কার্ড’ করাতে গেলে কি বাবা-মায়ের আধার লাগবেই? জেনে নিন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 15, 2022 | 9:15 AM

Baal Aadhaar: শিশুদেরও, এমনকি, সদ্যজাতদের নামও আধারে নথিভুক্ত করা যায়। এই আধার কার্ডগুলিকে বলা হয় বাল আধার। এই আধার কার্ড পাওয়ার জন্য বাবা-মায়ের আধার কার্ড বাধ্যতামূলক?

Baal Aadhaar: সন্তানের আধার কার্ড করাতে গেলে কি বাবা-মায়ের আধার লাগবেই? জেনে নিন বিস্তারিত
সদ্যজাতদের জন্য আছে বিশেষ আধার কার্জের ব্যবস্খা

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে ভারতীয় নাগরিকদের গুরুত্বপূর্ণ নথিগুলির অন্যতম হল আধার কার্ড। স্কুলে ভর্তি থেকে কোভিড-১৯ টিকাকরণ – সব ক্ষেত্রেই এখন লাগে আধার কার্ড। ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ বা উদয় (UIDAI)-এর ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর এখন ভারতীয়দের অন্যতম শক্তিশালী শনাক্তকরণ নথি। কারণ, এতে কোনও ব্যক্তির ডেমোগ্রাফিক তথ্যের পাশাপাশি বায়োমেট্রিক তথ্যও রয়েছে।

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতোই শিশুদেরও আধার কার্ড করা প্রয়োজন। এমনকি, সদ্যজাতদেরও। শিশুদের জন্য এক বিশেষ ধরনের আধার কার্ড চালু করেছে ভারত সরকার। এগুলিকে বলা হয় ‘বাল আধার’। ‘বাল আধার’ সম্পর্কে অনেকেই অবগত হলেও, একটা প্রশ্ন প্রায়শই উঠে থাকে – শিশুদের আধার কার্ড পেতে গেলে, বাবা-মায়ের আধার কার্ড থাকাটা কি বাধ্যতামূলক? আসলে উদয় (UIDAI) কর্তৃপক্ষ শিশুদের নাম আধার কার্ডের জন্য নথিভুক্ত করার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। কী সেগুলি?

৫ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে, বাবা, মা, স্বামী, স্ত্রী কিংবা অভিভাবকের নামের বিভাগটি পূরণ করা বাধ্যতামূলক নয়। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি শিশুটির অভিভাবক হিসেবে নিজের পরিচয় প্রকাশ করতে না চান, তাহলে তিনি নিজের পরিচয় গোপন রাখতেই পারেন। সেই ক্ষেত্রে, ‘রিলেশনশিপ টু রেসিডেন্ট’ বিভাগে ‘নট গিভেন’, অর্থাৎ, ‘দেওয়া হয়নি’র চেকবক্সে টিক দিতে হবে।

উদয় (UIDAI)-এর বিধান অনুযায়ী, আধারে নাম নথিভুক্ত করতে চাওয়া শিশুর বয়স ৫ বছরের কম হলে সে বাল আধার কার্ড পাবে। এই আধার কার্ডগুলি হয় নীল রঙের। এই ক্ষেত্রে বাবা-মা বা অন্য কোনও অভিভাবক – কারোর একজনের নাম এবং আধার নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। তবে, বাবা-মায়ের নামের জায়গায় যে বাবার নাম দিতেই হবে, তা নয়। বাবা-মা যদি মনে করেন, তাহলে শুধুমাত্র মায়ের নামও লিপিবদ্ধ করা যেতে পারে।

তবে, দুই ক্ষেত্রেই সন্তানের আগে বাবা-মায়ের নাম আধার তালিকাভুক্ত হওয়া বাধ্যতামূলক। যদি সন্তানের বাবা, মা বা অভিভাবকের নাম আধারে নথিভুক্ত না হয়ে থাকে, বা, শিশুর নাম নথিভুক্তির সময় তিনি তাঁর আধার নম্বর না দেন, তাহলে সেই সন্তানের নাম নথিভুক্ত করা যাবে না।

বাল আধার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

প্রাপ্তবয়স্কদের আধার নথিভুক্তিকরণের প্রক্রিয়ার সঙ্গে, শিশুদের বিশেষ আধার কার্ড, বা বাল আধার কার্ডের জন্য আবেদন করার প্রক্রিয়ার কোনও তফাৎ নেই। আধার নথিভুক্তকরণ কেন্দ্র থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে সেটি পূরণ করতে হবে। সেই সঙ্গে পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার প্রমাণ, সম্পর্কের প্রমাণ এবং জন্ম তারিখ সংক্রান্ত নথি লাগবে।

Next Article