AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Holiday: সেপ্টেম্বরে ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, দরকারি কাজে কবে ব্যাঙ্কে যাবেন, জেনে নিন

Bank Holiday September: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশজুড়ে। তবে রাজ্য ভিত্তিক এই ছুটির তালিকাও পরিবর্তিত হয়। পাশাপাশি

Bank Holiday: সেপ্টেম্বরে ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, দরকারি কাজে কবে ব্যাঙ্কে যাবেন, জেনে নিন
ফাইল চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Sep 01, 2025 | 7:33 AM
Share

নয়া দিল্লি: দেখতে দেখতেই আরও একটা নতুন মাস শুরু হয়ে গেল। সেপ্টেম্বর মাস এবার উৎসবের মাস। বাঙালির দুর্গাপুজো থেকে শুরু করে একাধিক উৎসব-অনুষ্ঠান রয়েছে। এই মাসে ব্যাঙ্কে কাজকর্মও কম হবে। দরকারি কোনও কাজ থাকলে, কোন দিন ব্যাঙ্কে গেলে কাজ হবে, তা জেনে রাখা দরকার। নাহলে হয়রানির শিকার হতে হবে গ্রাহকদের।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশজুড়ে। তবে রাজ্য ভিত্তিক এই ছুটির তালিকাও পরিবর্তিত হয়। পাশাপাশি প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক।

ব্যাঙ্কের ছুটির তালিকা-

  • ৩ সেপ্টেম্বর- কর্মা পুজোর জন্য রাঁচীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৪ সেপ্টেম্বর- কোচি ও তিরুবনন্তপুরমে ব্য়াঙ্ক বন্ধ থাকবে প্রথম ওনাম উপলক্ষে।
  • ৫ সেপ্টেম্বর- আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেহরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, নাগপুর, নয়া দিল্লি, রাঁচী, শ্রীনগর, তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ইদ-ই-মিলাদ উপলক্ষে।
  • ৬ সেপ্টেম্বর- ইদ-ই-মিলাদ উপলক্ষে গ্যাংটক, জম্মু, রায়পুর ও শ্রীনগরের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১২ সেপ্টেম্বর- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ইদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে।
  • ২২ সেপ্টেম্বর-  নবরাত্র স্থাপনা উপলক্ষে জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩ সেপ্টেম্বর- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে মহারাজা হরি সিং জির জন্মদিবস উপলক্ষে।
  • ২৯ সেপ্টেম্বর- মহা সপ্তমীর দিন কলকাতা, গ্য়াংটক ও আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩০ সেপ্টেম্বর- মহাষ্টমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা, আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, জয়পুর, গুয়াহাটি, পটনা, রাঁচীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।